Sa re ga ma pa legends zee bangla: নতুন চমক ও ফরম্যাট নিয়ে এবছরের আসছে জি বাংলার ‘সা রে গা মা পা’, জানুন বিশদে

আসতে চলেছে জি বাংলার গানের রিয়্যালিটি শো, ‘সা রে গা মা পা’। এই শো’টি বেশ জনপ্রিয়। প্রতি সিজনে জি বাংলা নিয়ে আসে সেরা প্রতিভাদের। তাঁদের মধ্যে বাচাই হয়ে শীর্ষে আসছে সেরার সেরা প্রতিভা। দর্শকেরা মুখিয়ে থাকেন এই শোয়ের জন্য। আর কিছু মাস পর আসতে চলেছে ‘সা রে গা মা পা' ২০২৪।

সম্প্রতি দর্শকদের কাছে প্রকাশ্যে আসে এই শো’য়ের প্রথম প্রোমো। ইতিমধ্যেই শো শুরু হওয়ার কারণে উদ্বিগ্ন সকল দর্শক। এবার সেই প্রোমোতে দেখা গেল নয়া চমক। জানা গিয়েছে মূল প্রতিযোগিতার আগে আসছে 'সা রে গা মা পা লেজেন্ডস'। এছাড়া এই শো সঞ্চালনার করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

তবে, অন্যবারের থেকে এবারে বাংলা গানের প্রতিযোগিতা আসছে অন্য ফরম্যাটে। সেটা হল ‘সা রে গা মা পা লেজেন্ডস’। এখানে কোনও প্রতিযোগিতা হবে না, হবে একটা মিউসিকাল ইভেন্ট। সেখানে বাংলার কিংবদন্তী তাবড় তাবড় শিল্পীরা মঞ্চে এসে দর্শকদের হারিয়ে যাওয়া গানগুলি শোনার সুযোগ তৈরি করে দেবে। 

জানা গিয়েছে এই পুরো অনুষ্ঠানটির পরিচালনা করবেন শুভদীপ দাস এবং নন ফিকশন শো-র প্রধান হিসবে দেখা যাবে পরিচালক অভিজিৎ সেনকে।

চমক এবং ফরম্যাটের বিষয়ে সংবাদমাধ্যমে পরিচালক অভিজিৎ সেন জানিয়েছেন যে এটা কোনও প্রতিযোগিতা নয়। ‘সা রে গা মা পা লেজেন্ডস' হল কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও পরিচালকদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে একটি অনুষ্ঠান হবে। সেখানে বাংলা এবং মুম্বইয়ের বেশ কিছু শিল্পীরা গান গাইবেন।

তিনি আরও জানিয়েছেন যে বাংলা থেকে হৈমন্তী শুক্লা, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, সিধু, অনীক ধর, ইমন চক্রবর্তী, জুন বন্দ্যোপাধ্যায়, জোজোর মতো শিল্পীরা যেমন গাইবেন, সেরকম বোম্বে থেকে জাভেদ আলি, অভিজিৎ ভট্টাচার্যরা আসছেন। এছাড়াও সারেগামাপা'-র বেশ কিছু চ্যাম্পিয়ন ও প্রতিযোগীরা থাকছেন।

জানা গিয়েছে রাজারহাটের ডিআরআর স্টুডিওতে চলছে সা রে গা মা পা লেজেন্ডস'-র শ্যুটিং। সেখানে প্রতি পর্বে দুজন করে কালজয়ী শিল্পীদের বেছে নেওয়া হবে। এরপর শিল্পীরা তাঁদের ইচ্ছে মতো গান শোনাবেন।

নির্মাতারা এই বিষয়ে জানিয়েছেন যে ‘দাদাগিরি আনলিমিটেড’-র এই সিজনের ফিনালে শেষ হলেই, সেই স্লটে শুরু হবে 'সা রে গা মা পা লেজেন্ডস'। টানা দেড় ঘন্টার শ হবে। দর্শকদের মন কাড়বে এই শো, এমনটাই মনে করছেন সকল নির্মাতারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...