মানুষ ছাড়া কোন প্রানী নিজেদেরকে ভিন্ন ভিন্ন নামে ডাকে?

মানুষ জীবজগতের এক আশ্চর্য প্রাণী। বুদ্ধি এবং কর্মদক্ষতা এই সবদিক থেকেই এগিয়ে রয়েছে তারা। এই মানবজাতির একটি সাধারণ অভ্যাস হল তারা একে অপরকে ভিন্ন ভিন্ন নাম ধরে ডাকে। এই নামগুলোই পরে তাদের পরিচিতি হয়ে দাঁড়ায়। কিন্তু জানেন কী, মানুষ ছাড়াও জীবজগতে এক ধরণের প্রানী রয়েছে যারা একে অপরকে ভিন্ন নামে ডাকে? চলুন জেনে নেওয়া যাক…

এই প্রানীটি আমাদের সবারই খুব পরিচিত। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ রয়েছে। সেই শব্দ দিয়েই তারা একে অপরের পরিচয় দেয়। এই প্রানীর নাম হল ডলফিন। এদের মস্তিষ্কের সেরিবেলাম ও সেরেব্রাল কর্টেক্স দুটি অংশ খুব উন্নত, আর তার ফলেই এরা নিজেদের সিগনেচার নাম, দূর থেকে শিকারের অনুসন্ধান, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা করার মতন গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারে।

এদের শিকার ধরার টেকনিকও আলাদা। এরা একা একা শিকার করে না, একঝাঁক একসাথে শিকার করে। ফাঁদ পেতে মাছ ধরার পর সেগুলো তারা একে একে খেতে থাকে। মানবজাতির সাথে যোগাযোগ করতে পারে বলে তাদেরকে মামুষ অনেক বেশি পছন্দ করে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...