অক্সিজেনের সিলিন্ডার ছাড়াই জলের গভীরে নামা আর নিজের বিপদ নিজেই ডেকে আনা সমার্থক। অথচ এক জার্মান মহিলা এই কাজটিই করে চলেছেন অনায়াসে! শুধু তাই নয়, এই কাজে অন্যদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি।
এক দশক ধরে ফ্রি-ডাইভার হিসেবে অক্সিজেন ট্যাংক ছাড়াই গভীর জলে নামছেন আনা ফন ব্যোটিশার (Anna von Boetticher)। বিশ্বের অন্যতম সেরা এই ডুবুরির কথায়, ফ্রি-ডাইভিংয়ের বিশেষত্ব হল, সেই সময় সম্পূর্ণ নিজের ওপর ভরসা করতে হয়। প্রকৃতির সঙ্গে একাই বোঝাপড়া করতে হয়। ফ্রি-ডাইভারদের নিঃশ্বাস-প্রশ্বাসের এক বিশেষ কৌশল রপ্ত করতে হয়, যাতে একবার দম নিয়েই অনেকটা সময় ধরে জলের গভীরে ডুব দেওয়া যায়। আনা বলেন, ডুব দেওয়ার আগে ফুসফুসের মধ্যে যতটা সম্ভব অক্সিজেন জমা করার চেষ্টা করেন তিনি।
Read Also : একটি কাঁথার জন্য লাখটাকার ইন্সিওরেন্স!
কিছু ডুবুরি নিজেদের ক্ষমতার সীমা অতিক্রম করার চেষ্টা করেন। ফলে তাদের শরীরে ক্ষতির ঝুঁকি সৃষ্টি হয়। আনা ‘ক্রসফিট’ নামে এক কঠিন ব্যায়ামের মাধ্যমে নিজের ক্ষমতার সীমা বুঝতে পারেন।
তিনি বলেন, পেশির অবস্থা এমন হতে হবে, যা বেশি অক্সিজেন ছাড়াও জলের নিচে সক্রিয় থাকতে পারে।