ভেবেছিলাম দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পায়ে পায়ে উত্তরের জেলাগুলোর দিকে এগব। এই গরমে ভাজাপোড়া হওয়ার কোন প্রয়োজন? হলই না হয় মনে মনে তাতে কী? মনের বুঝি গরম লাগতে নেই! কেমন চমৎকার উত্তরবঙ্গের জেলাগুলো! ডুয়ার্সের জঙ্গল তো হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু.... হঠাৎ করে আমাকে ডাক দিল সেই জেলা যেখানে..
"গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ
আমার মন ভুলায় রে"....
এই জেলা লালমাটির দেশ। এই জেলার সঙ্গে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির নাম জড়িয়ে আছে। এই জেলাতেই আছে তাঁর শান্তিনিকেতন। এই জেলাতেই ঘর ছিল বৈষ্ণব পদাবলীর সৃষ্টিকর্তা চণ্ডীদাসের। এখানে থেকেই গীতগোবিন্দ রচনা করেছিলেন কবি জয়দেব। এই জেলার সঙ্গে বাঙালির প্রাণের যোগাযোগ। এই জেলার মানুষ ছিলেন বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই জেলা বাউলদের আশ্রয়স্থল।
এখানে আছে কোপাই নদী, অজয় নদ, ময়ূরাক্ষী নদী। এই জেলা কিংবদন্তী, লোকগাথা, গীতিকাব্য, কবিতা, গান, সবকিছুকেই যেন বুকের ভিতরে আঁকড়ে ধরে রেখেছে। এই জেলাতে রয়েছে চারটি সতীপীঠ। দেবী গৌরীর মৃতদেহ নিয়ে যখন ভগবান মহাদেব তাণ্ডব নৃত্য করছিলেন তখন নারায়ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ একান্ন খণ্ডে খণ্ডিত করেছিলেন।
আর এই একান্ন খন্ড যেখানে যেখানে পতিত হয়েছিল সেই জায়গা গুলিকে বলা হয় সতীপীঠ। শাক্ত হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থস্থান এই পীঠস্থান গুলি। আর এই জেলাতেই আছে চারটি সতীপীঠ যা পশ্চিমবঙ্গ কেন ভারতের আর কোন জেলায় নেই।
এই জেলার সুসন্তান ছিলেন সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু এবং কানহো। বীর সন্তানদের উপহার দিয়েছে এই জেলা... তাই এই জেলার নাম বীরভূম অর্থাৎ বীরের ভূমি।
তাই আজ আমি যাব এবং আমার পাঠক বন্ধুদেরও নিয়ে যাব এই বীরের জেলা, শান্তিনিকেতনের জেলা, বিশ্বকবির প্রাণের জেলা, কবিতা ও সাহিত্যের জেলা, বিদ্যা চর্চার জেলা, ভালোবাসা ও ত্যাগের জেলা, ভক্ত ও ভক্তির জেলা, পুরাণ কিংবদন্তীর জেলা, সাধক বামাক্ষ্যাপার সাধনার জেলা, মেলা ও বাহারের জেলা, লাল পলাশের, শাল, শিমূলের বনের জেলা, ফুলের মালা খোঁপায় গুঁজে সাঁওতাল মেয়েদের নাচ আর ধামসা মাদলের তালে নাচ গান খুশিতে মেতে ওঠার জেলা, খোয়াইয়ে, সোনাঝুড়ি হাটে পায়ে হেঁটে বেড়ানোর জেলা.... বীরভূম জেলা। চলুন পাঠক... পা বাড়াই আমরা...
"ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে,
যায় রে কোন্ চুলায় রে
আমার মন ভুলায় রে
গ্ৰাম ছাড়া ঐ"...
এতক্ষণ তো আমাদের আবেগের কথা বললাম, ভালবাসার কথা বললাম। এবার একটু পড়াশুনায় মনোযোগ দিন দেখি আমার পাঠক বন্ধুর দল! এই বীরভূম জেলার ইতিহাস ভূগোল নিয়ে একটু আলোচনা করা যাক।
বীরভূম জেলার নাম "বীরভূম" কেন হল এই নিয়ে তিনটি মত প্রচলিত রয়েছে। সবথেকে জোরালো যে মতটি তা হল বীরের ভূমি অর্থাৎ বীর যোদ্ধাদের দেশ। কিন্তু আরেক দলের মত হল বীরভূমের নাম হয়েছে বাগদী রাজা "বীরমল্ল"র নাম অনুসারে। আবার তৃতীয় দল বলেন সাঁওতালি ভাষায় বীর শব্দের অর্থ বন। তাদের মত হল বনজঙ্গলে একসময় ভরা ছিল এই অঞ্চল। তাই এই জেলার নাম হয়েছে বীরভূম।
আজ এই পর্যন্ত থাক। পরের পর্বে আরো অনেক বেড়ানো বাকি রয়েছে বন্ধু। আসছি আবার।....
......ও যে কোন বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে –
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে।
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে....