অনলাইনে কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা

যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে যে কোনো জায়গা থেকেই যে কেউ সাফল্যের সঙ্গে কাজ করতে পারেন। এমনই একটি অভিনব উদ্যোগ দেখা গেল জলপাইগুড়ি জেলায়। জেলা প্রশাসন এই প্রথম জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অনলাইন কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলতে উদ্যোগী হয়েছে। জেলার সাতটি ব্লকে এই কাজ শুরু হয়েছে। প্রত্যেক ব্লকের ৩০ জন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অনলাইন প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে রেল, বিমানের টিকিট, বেকারদের চাকরির ফর্ম ফিলাপ, শিক্ষা সংক্রান্ত অনলাইনে বিভিন্ন খোঁজখবর দিয়ে ওই মহিলারা আয় করতে পারবেন। 

   এতদিন স্বনির্ভরগোষ্ঠীর মহিলারা ফিনাইল, ন্যাপকিন তৈরী, গবাদিপশু, হাঁস মুরগি পালন, মাশরুম চাষ, হাতের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে জেলা প্রশাসনের গ্রামোন্নয়ন শাখা কাজ করেছে। জেলা প্রশাসন মহিলাদের ব্যাংক ঋণ দিয়ে তাদের স্বনির্ভর করতে সহায়তা করেছে। জলপাইগুড়ি জেলায় সব মিলে প্রায় ২লক্ষ ৭হাজার পরিবার স্বনির্ভর দলের আওতায় রয়েছে। তবে এখন স্বনির্ভর গোষ্ঠীতে বেশ কিছু শিক্ষিত মহিলারাও নাম নথিভুক্ত করিয়েছেন, তাই তাদের উপযুক্ত কাজ তৈরী করে দেবার উদ্দেশ্যে এবং পেশাদারি প্রশিক্ষণ দিয়ে নিজেদের পায়ে দাঁড় করতে সহযোগিতা করাটাই এখন জেলা প্রশাসনের দায়িত্ব। অনলাইন প্রশিক্ষণ পাওয়া কর্মীরা নিজেদের দোকান খুলে ভালো আয় করতে পারবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই প্রাণীবন্ধু প্রশিক্ষণ নিয়ে অনেক মহিলারাই মাসে ২০-৩০ হাজার টাকা পর্যন্ত রোজগার করছেন প্রতি মাসে। এভাবেই শিক্ষিত মহিলাদেরও স্বনির্ভর করার লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ২১০ জন মহিলার ওই প্রশিক্ষণ শেষ হলে তাদের রোজগার করে তোলার প্রক্রিয়া শুরু হবে। এইভাবে জেলার শিক্ষিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজেদের পায়ে দাঁড় করানোর প্রচেষ্টা যথেষ্ট প্রশংসার যোগ্য|

এটা শেয়ার করতে পারো

...

Loading...