গঠন করা হচ্ছে জেলা ট্যুরিজম বোর্ড

মঙ্গলবার বিধানসভায় পর্যটন দফতরের বাজেট পেশ করতে গিয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, পর্যটনকে আরও ভালো করে গড়ে তুলতে ট্যুরিজম বোর্ড গঠন করা হচ্ছে। ওই বোর্ডের আহ্বায়ক হবেন সংশ্লিষ্ট জেলা শাসক। বোর্ডে জেলার দু'জন বিশিষ্ট ব্যক্তি থাকবেন। থাকবেন জেলা তথ্য আধিকারিক এবং বিভিন্ন দফতরের ইঞ্জিনিয়াররা।

     এদিন পর্যটন দফতরের বাজেট আলোচনায় কংগ্রেসের মুস্তাক আলম, সিপিএম-এর সমর হাজরা, তৃণমূলের অসীম মাঝি, সমীর জানা এবং যোগরঞ্জন হালদার অংশ নেন। পর্যটনের প্রসারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এগিয়ে এসেছেন, তার বিবরণ দেন মন্ত্রী গৌতম দেব। পর্যটনের জন্য রাজ্যে গুরুত্ব সহকারে রোড ম্যাপ তৈরী করা হয়েছে।

পর্যটন কেন্দ্রগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। প্রচুর নতুন পর্যটন ক্ষেত্র খোলা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। পর্যটন উন্নয়ন নিগমের এতে এখন ৩২টি পর্যটন কেন্দ্র রয়েছে। বর্তমানে যথেষ্ট লাভজনক অবস্থায় আছে এই নিগম। হেরিটেজ শহরগুলিকে কিভাবে সাজানো যায়, বা কি কি প্রকল্প গ্রহণ করা যায়, সেই দায়িত্ব দেওয়া হয়েছে খড়্গপুর আইআইটিকে। এছাড়াও দার্জিলিং-এর ঝালং ও চালসায় নতুন পর্যটন কেন্দ্র খোলা হবে। গজলডোবায় সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র তৈরী হতে চলেছে এবং সেখানে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

এছাড়া অযোধ্যা পাহাড়েও রোপওয়ে চালানোর পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রী গৌতম দেব এদিন আরও বলেন, পর্যটনকে শুধু বিনোদন নয়, একে শিল্পে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতি পর্যটকদের আকর্ষণ বেড়েছে। বেড়েছে রাজ্যে পর্যটক আসার সংখ্যাও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...