শরীরে রক্ত জমাট বাঁধা রুখতে যন্ত্র

কাশ্মীরের এক চিকিৎসক একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ যন্ত্র আবিষ্কার করলেন যার ফলে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার যে রোগ হয়, তার মোকাবিলা করা সহজ হয়ে যাবে মনে করছেন বিশেষজ্ঞ মহল। শরীরে রক্ত জমাট বাঁধার কারণে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর। শ্রীনগরের রাওয়ালপোরার বাসিন্দা রিয়াজ বশির বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। শ্রীনগর মেডিক্যাল কলেজের প্রাক্তনী বর্তমানে শুধুমাত্র টেম্পল ইউনিভার্সিটি হাসপাতালের ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার ক্যাথেটার মেডিসিন বিভাগের ডিরেক্টরই নন, থ্রোম্বোলেক্সের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগেরও ডিরেক্টর।

   তাঁর আবিষ্কৃত দু'টি এন্ডোভাস্কুলার ক্যাথেটার যন্ত্র রক্ত জমাট বাঁধার রোগের মোকাবিলায় বিশেষ কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। নিজের আবিষ্কৃত দু'টি এন্ডোভাস্কুলার ক্যাথেটার যন্ত্রের তিনি নাম রেখেছেন দ্য বশির এন-এক্স এন্ডোভাস্কুলার ক্যাথেটার (বিইসিএনএক্স ) এবং দ্য বশির এন্ডোভাস্কুলার ক্যাথেটার (বিইসি)। যন্ত্রদুটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এফডিএ (ফুড এন্ড ড্রাগ  অ্যাডমিনিস্ট্রেশন) দফতরের তরফ থেকে প্রিমার্কেট নোটিফিকেশন ক্লিয়ারেন্স পেয়েছে বলেও জানা গিয়েছে।

     যে যন্ত্রদুটি আবিষ্কার করেছেন রিয়াজ, তার মধ্যে বিইসিটি-কে জমাট বাঁধা রক্তের জায়গায় নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ওষুধ প্রয়োগ করার জন্য 'টি মিনি ক্যাথেটার পর্যন্ত বর্ধিত করতে পারেন কোনও চিকিৎসক। বিসিই-র মাধ্যমে জমাট বাঁধা রক্তের ভেতরে ওষুধ প্রয়োগ করা সম্ভব। রিয়াজ বশিরের মতে তাঁর কাছে এমন অনেক রোগী আসতেন রক্ত জমাট বাঁধার কারনে যাঁরা যথেষ্ট অসুবিধায় পড়তেন, এই রোগের চিকিৎসায় যে যন্ত্রগুলি ব্যবহার করা হত, তা দিয়ে সবসময় সঠিকভাবে উক্ত রোগটির মোকাবিলা করা সম্ভব হতনা। জমাট বাঁধা রক্তের পুরোটা বাইরে বের করা সম্ভব হত না। যা অনেকক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে উঠত। সেই সময় থেকেই তাঁর মনে এমন একটি যন্ত্র আবিষ্কারের ভাবনা হয়। তিনি সেই ভাবনা থেকেই একটি যন্ত্র তৈরী করতে চেষ্টা করেন যা দেহকে সম্পূর্ণভাবে রক্ত জমাটবাঁধাকে মুক্ত করবে। যন্ত্রটি তৈরির জন্য তাঁর সাড়ে তিন বছরেরও বেশি সময় লেগেছে বলে জানান তিনি। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পরে রক্ত জমাট বাঁধার কারণে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে তা বলাই বাহুল্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...