চলছিল বাড়ি তৈরির কাজ কিন্তু করোনা পরিস্থিতিতে হঠাৎ ঘটে গেল সাংঘাতিক কান্ড, একদিকে ইতিহাস জড়িত আবার এমন ঘটনা, যা বিপত্তির সূচকও বটে। তবে ঘটনাটা জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের। কি সেই অদ্ভুত কান্ড? আজ সেই কথাই বলবো।
ঘটনার কেন্দ্রবিন্দু ৫০০কিলোগ্রামের এক বিশালাকার তাজা বোমা। হ্যাঁ, তাও আবার পাওয়া গেছে কনস্ট্রাকশন সাইটের নিচ থেকে। কিন্তু বোমার আবার ইতিহাস? আছে বৈ কি ! আর তা যদি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের! এই বোমাটিও সেই সময়েরই আর তাকেই নিষ্ক্রিয় করতে সরানো হল ২৭০০ মানুষকে!
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৭৫ বছর হয়ে গেলেও এখনও এরকম নানা নিদর্শন মাঝে মাঝেই মাটির ভেতর থেকে উঠে সেই স্মৃতিকে উস্কে দেয়- আর জার্মানিতে এমন ঘটনা খুব একটা নতুন নয়। কিন্তু তাই বলে তাজা বোমা ! আর তা যে বিপত্তির ইঙ্গিতবাহী তাতে সন্দেহ নেই।
এমন খবর আসার সঙ্গে সঙ্গেই বোমা নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া শুরু হয়। তবে কাজটি করার আগে কর্তৃপক্ষ আশেপাশের অঞ্চলের অন্তত ১৬০০০জন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বাস, ট্রাম বন্ধ করে দেওয়া হয়। তবে এমন হয়তো আরো কিছু বোমা আছে অনুমান করছেন কর্তৃপক্ষ, যার সন্ধানে দ্রুত অনুসন্ধান চালাবে প্রশাসন। যাই হোক, ইতিহাস ও আতঙ্কের মেলবন্ধনের সাক্ষী থাকা, স্বচক্ষে এমন বোমা প্রত্যক্ষ করা নিঃসন্দেহে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ।