নাজেহাল গরম ভুলিয়ে দেবে Brunch Italino-র ম্যাংগো পুডিং

নাজেহাল গরমে খিদের ইচ্ছে একেবারে চলে যায়। তেলঝাল মশলা ভাল লাগে না। কিন্তু মিষ্টিজাতীয় খাবারের দিকে নজর গিয়ে পড়ে বারবার। সে বাঙালির চিরচেনা রসগোল্লা হোক বা পেস্ট্রি- গরম জুড়ে শুধুই যেন মিষ্টির টান। খাদ্যরসিকদের মন ভাল করতে ‘সামার স্পেশ্যাল’ কনফেকশনারি আইটেমে চমক এনেছে জনপ্রিয়  কনফেকশনারি প্রতিষ্ঠান Brunch Italino। খাদ্যরসিকদের কাছে সামারের 'দ্য বেস্ট' টেস্ট পৌঁছে দিতে সেখানে আছে একাধিক চমক।  

ব্রাঞ্চ ইতলিনোর ব্যারাকপুর আউটলেটের Franchise owner সৌরদীপ রায় জানিয়েছেন,  গরমের জন্য নতুন নতুন প্রোডাক্ট এসেছে। আগামী দিনেও আছে একাধিক চমক।

Read Also :  শুটিং সেরে ফিরে গেলেন পিগি

খাদ্যপ্রেমী গরমের ভালবাসা আম। ফলের রাজার স্বাদ নিতে সারাবছর অপেক্ষা করে থাকে আমপ্রেমীরা। প্রবল দাবদাহ ভুলে যান এক ফালি আমে। আমপ্রেমীদের জন্য Brunch Italino-র উপহার ম্যাংগো পুডিং।

স্বচ্ছ গ্লাসে নরম আম পুডিং মন কেড়েছে আট থেকে আশির। আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে ক্রেতাদের কাছে হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়।  

এছাড়াও আছে ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট, ম্যাংগো পুডিং কেক। গরমে ডিজার্ট, চিজ পাই ইত্যাদি আইটেমের চাহিদা বেড়েছে। সঙ্গে প্যাটিস, আর স্ন্যাক্স আইটেম তো আছেই।পিজ্জা, স্যান্ড উইজ, বার্গারও পাবেন।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...