Dirty train in india: ভারতের সবথেকে নোংরা ট্রেন কোনগুলি?

ট্রেন খুব সহজলভ্য ও পরিচিত ট্রান্সপোর্ট। প্রতিদিনের যাতায়াত হোক বা দূরে কোথাও যাত্রা, সাধারণ মানুষ বেশিরভাগ সময়ই পছন্দ করেন ট্রেন জার্নি। তবে যদি এই যান খুব অপরিষ্কার হয়? বা দুর্গন্ধময় হয় চারিদিক? তবে যাত্রা খুব একটা সুখকর হয়না। কিন্তু দেশের কিছু ট্রেনের উপরে রয়েছে এমনই অপরিচ্ছন্নতার অভিযোগ। দিন দিন যাত্রীদের পক্ষে বিরক্তিকর হয়ে উঠছে এইসব ট্রেনে ট্রাভেল করা। এবার জেনে নেওয়া যাক ভারতবর্ষের এমনই কিছু ট্রেনের নাম।

এই তালিকায় প্রথমেই আসে, সহরসা-অমৃতসর গরীব রথ ট্রেন। এটি বিহার ও পাঞ্জাবের মধ্যে চলাচল করে। কিন্তু এই ট্রেনের যাত্রীরা সেখানের অপরিষ্কার পরিবেশ নিয়ে ক্রমাগত প্রশ্ন তোলে। অপরিচ্ছন্ন টয়লেট, নোংরা সিঙ্ক, খারাপ কেবিন এইসমস্ত অসুবিধা ভোগ করতে হয় এই ট্রেনের যাত্রীদের। অনেকে তো এটিকে দেশের সবচেয়ে নোংরা ট্রেন বলেও গন্য করে।

দ্বিতীয় ট্রেনটি হল, সীমাঞ্চল এক্সপ্রেস। দিল্লির আনন্দ বিহার থেকে যোগবানি পর্যন্ত যায় এই ট্রেন। কিন্তু নোংরা হিসেবে এই ট্রেনের জন্যও প্রচুর অভিযোগ জমা পরে কমপ্লেইন সাইটে। এর পাশাপাশি, মাতা বৈষ্ণো দেবী স্বরাজ এক্সপ্রেস ট্রেন রয়েছে। যা নিয়ে ২০২৩ সালে প্রায় ৬১ টি অভিযোগ জমা পড়েছিল। এছাড়াও এই তালিকায় রয়েছে, ফিরোজপুর আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ও আজমির জম্মু তাভি পূজা এক্সপ্রস।

বর্তমানে ভারতবর্ষের রেল পরিষেবা রেল মদত অ্যাপ চালু করেছে, আর তাতেই অপরিষ্কার ট্রেনের অভিযোগ জানিয়েছে যাত্রীরা। তবে এখনও কোনও সুরাহা মেলেনি সমস্যার, যাত্রীদেরকে সেই অপরিষ্কার পরিবেশেই প্রতিনিয়ত যাত্রা করতে হচ্ছে। আশা করা যায় রেল কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধানে তৎপর হবে।      

এটা শেয়ার করতে পারো

...

Loading...