প্রয়াত হলেন পরিচালক শাহ আলম মণ্ডল, সিনে জগতে শোকের ছায়া

প্রয়াত হলেন পরিচালক শাহ আলম মণ্ডল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে নির্মাতার পরিবারের সদস্যরা।

 

হাইলাইটসঃ
১। প্রয়াত হলেন পরিচালক শাহ আলম মণ্ডল
২। ২৩ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি
৩। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ভালেবাসা সীমাহীন’

 

২০১১ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে সিনেমা জগতে পা রাখেন শাহ আলম মণ্ডল। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পরিচালক ছিলেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ভালেবাসা সীমাহীন’। ছবিটিতে ছিলেন নায়িকা পরীমণি। এছাড়াও, তাঁর অন্যান্য সিনেমাগুলি হল ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ ও ‘লকডাউন লাভ স্টোরি’।

জানা গেছে, এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। এই বার তাঁকে ইসলামিয়া ব্যাংক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর।

অন্যদিকে, একই দিনে মৃত্যু হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্তর। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে কলকাতার উদ্দ্যেশ্যে রওনা হয়েছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...