পরিচালক রাজদীপ সরকারের ‘বনবিবি’ এবার চলচিত্র উৎসবে, উচ্ছ্বাসিত অভিনেত্রী পার্নো

২০১৯ সালে তাঁর মুখে দেখা গিয়েছিল একটা চওড়া মিষ্টি হাসি। কলকাতা চলচ্চিত্র উৎসবের দরজা খুলে দিয়েছিল বুদ্ধদেব দাশগুপ্তর ‘উড়োজাহাজ’। তিনি পার্নো মিত্র। এরপরে  আরও কয়েকবার চলচিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। কখনও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অপুর পাঁচালি’ ছবির জন্য কিংবা কখনও রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ ছবি। এবার ফের তিনি অংশ নিতে চলেছেন।

গত বুধবার জানা গিয়েছে যে ২৯তম উৎসবের বাংলা প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে প্রযোজক রানা সরকারের ‘বনবিবি’। এই ছবির পরিচালক রাজদীপ ঘোষ। জানা গিয়েছে যে ছবির মুখ্য চরিত্রে রয়েছেন পার্নো মিত্র ও দিব্যেন্দু ভট্টাচার্য।

1636399237_pjimage-2021-11-08t231902-250-1

এই খবরে খুব খুশি অভিনেত্রী। এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘‘জ্বর গায়ে অঞ্জলি দিয়েছিলাম। মনে হয় দেবী টের পেয়েছেন। এটা তারই ফল।’’

পার্নো আরও জানালেন যে এই অভিজ্ঞতা তাঁর কাছে মোটেই নতুন নয়। কিন্তু কিছু অভিজ্ঞতা আছে যে বারবার হলেও পুরনো হয় না কখনও। এখন তিনি উৎসবের দিনের অপেক্ষায়।

এই ছবির বিষয় হল সুন্দরবনের বিধবা পল্লি, তাঁদের প্রেম-অপ্রেম, জীবনযাত্রা। পাশাপাশি উঠে এসেছে সেখানকার অন্ধকার দিকও। পার্নো হল সেই পল্লির মুখ। যে ভালবাসবে এক সঙ্গীতশিল্পীকে।

তিনি জানিয়েছেন যে এই ছবিটা করতে গিয়ে নারী-জীবনের অনেক অজানা দিক তিনি জেনেছেন। চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে গিয়ে একসময় চরিত্রের মধ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি। 

কিন্তু এত বিষয় থাকতে সুন্দরবন কেন? এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে পরিচালক রাজদীপ ঘোষ জানিয়েছেন, ‘‘অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে জঙ্গল ভ্রমণের সময় অনেক বার সুন্দরবন গিয়েছে। যতবার গিয়েছি ততবার নতুন মনে হয়েছে। নতুন নতুন দিক আবিষ্কার করেছি। সেটা বিধবা পল্লি হোক বা বনবিবি-র মতো সংস্কার। যা ওই অঞ্চলের বাসিন্দাদের কাছে চিরসত্য। অঞ্চলটার প্রতি ভালবাসা থেকেই এই ছবি তৈরি। ইচ্ছে, আরও কয়েকটি ছবি এই অঞ্চলের উপরে বানাব।’’

ছবিতে রাজদীপ পার্নোর অভিনয় নিয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, তাঁর নির্বাচন যে সঠিক, সেটা ছবি দেখলেই দর্শকেরা বুঝবেন। তিনি অত্যন্ত শক্তিশালী এক অভিনেত্রী। দেখা গিয়েছে যে অভিনয় করতে গিয়ে জীবন্ত চরিত্র হয়ে উঠেছিলেন। ছবিতে অন্ধকার দুনিয়ার মানুষ ‘জাহাঙ্গীর’। এই চরিত্রে অভিনয় করেছেন দিব্যেন্দু। পার্নো পরে আবার ভালবাসা খুঁজে পাবেন গায়ক ইমনের মধ্যে। এই ভূমিকায় আর্য চৌধুরী।

তাহলে কি ফের প্রেম আসবে? এই প্রসঙ্গে পরিচালক জানাতে নারাজ। পরিচালকের আশা করছেন যে এই উৎসবে,‘বনবিনি’ দর্শকদের আগ্রহ বাড়াবে কারণ, ‘ভালো ছবি’র প্রতি দর্শকেরা এখনও আগ্রহ দেখান।

এটা শেয়ার করতে পারো

...

Loading...