বড়পর্দায় তাঁর ছবি আসা মানেই দর্শকদের মন কাড়বেই। এটা জানা কথা। তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। একের পর এক দুর্দান্ত ছবি করে মাতিয়ে দিচ্ছেন তিনি। শেষ ছবি ছিল ‘অর্ধাঙ্গিনী’। সেই ছবিও মন কেড়েছে সব্বার।
এবার তিনি তাঁর ছবি নিয়ে আসছেন ছোট পর্দায়। অনেকেই প্রেক্ষাগৃহে দেখতে পারেননি ছবিটি। এবার সেই সুযোগের পথে এগিয়ে গেলেন তিনি। চলতি বছরের ২৪ ডিসেম্বর অর্থাৎ রবিবার, দুপুর ১টায়, স্টার জলসায় ‘অর্ধাঙ্গিনী’ দেখানো হবে দর্শকদের। এই খবরে খুবই খুশী পরিচালক।
তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে দর্শক দলে দলে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখেছে, তাই সেই ছবি হিট। তবে, যারা প্রবাসে থাকেন, বয়স্ক, কাজের কারণে প্রেক্ষাগৃহে যেতে পারেননি, তাঁদের জন্যই এই উপহার। এবার ছোটপর্দাতেই বাড়ি বসে নির্দ্বিধায় দেখতেন পাবেন ছবিটি। তিনি আশা করছেন যতবার চ্যানেলে ছবিটি দেবে, বারবার ছবিটি দেখবেন দর্শকেরা।
এই ছবিটিতে পরিচালক প্রশ্ন তুলেছেন যে একটি সম্পর্কে কেউ কি অর্ধেক ভাবে জুড়ে থাকতে পারে? তাঁর কাছে এই অর্ধাঙ্গিনী কথাটার আক্ষরিক অর্থ হল অর্ধেক। তাঁর মতে পুরুষ নারীকে তাঁর জীবনের অর্ধ্বেক অংশ দেয়। কিন্তু আদতে তা মোটেই হয় না। সেটাই ছবিতে দেখানো হয়েছে যে দুই সম্পূর্ণ নারী এক সম্পূর্ণ পুরুষকে ভাল করে তুলেছে।
এই ছবি ঘিরে প্রত্যেক দর্শকের আগ্রহ একেবারে তুঙ্গে। কৌশিক জানালেন যে তিনি নারী-পুরুষের প্রকৃত সম্পর্ক বা সম্পর্ক ধরে রাখার কথাই বলতে চেয়েছেন এই ছবির মাধ্যমে। তাঁর মতে অতীতে এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা অন্যান্য কবি, সাহিত্যিক লিখে গেছেন। এখন পরিচালকরা এই বিষয় নিয়ে ছবি বানাচ্ছেন, কেউ সম্পর্কের লড়াই নিয়ে ছবি করছেন আবার কেউ ইতিবাচক বার্তা দিচ্ছেন দর্শকদের।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই বিষয়ে বলতেই স্ত্রী চূর্ণীর সাথে দীর্ঘ সম্পর্কের কথা বলেছেন। তাঁর কাছে তাঁরা অনেক বছর একসাথে রয়েছেন। তিনি আরও জানালেন যে তাঁর কাছে সম্পর্কের ইতিবাচক দিকগুলো আঁকড়ে বাঁচা এবং তাঁদের কোনও ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে না আনা।
তিনি এই ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়-জয়া আহসান জুটি খুবই প্রশংসা করেছেন। তাঁর কাছে এই দুই তারকা একসাথে ছবি করা মানেই ভালো কিছু হতে চলেছে। এটা তাঁর বিশ্বাস।
কৌশিক সেনের বদলে কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিতে নায়ক রুপে অভিনয় করতে পারতেন। কিন্তু করলেন না। তিনি জানান যে এর পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমত, এই চরিত্রটি কৌশিক সেন আরও ভালো ফুটিয়ে তুলতে পেরেছেন। দ্বিতীয়ত, ছবিটা খুবই জটিল। তাই পরিচালক হয়েই তিনি থাকতে চেয়েছেন এই ছবিতে। তিনি ক্যামেরায় আরও একবার চূর্ণী, জয়া, কৌশিক, অম্বরীশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তীর মতো তাবড় তাবড় অভিনেতাদের একসাথে অভিনয় দেখতে চেয়েছেন।