বিশ্বকাপ ভল্ট ইভেন্ট ফাইনালে দীপা

ভল্ট ইভেন্টের ফাইনালে পৌঁছে বিশ্বকাপের  শুভ সূচনা করলেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারবাকু আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ভল্ট ইভেন্টের ফাইনালে পৌঁছলেন তিনি। গত রবিবার কোয়ালিফায়িং রাউন্ডে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। ফাইনালে কোয়ালিফাই হয়ে পদকের আশায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত দীপা। ফাইনালে সেরা ক্রীড়া কৌশল পরিদর্শনে এতটাই বদ্ধ পরিকর যে, আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মত অত্যন্ত কঠিন হ্যান্ডফ্রন্ট ৫৪০’ ভল্ট দেওয়ার জন্য তৈরী হচ্ছেন তিনি। কোয়ালিফাইং রাউন্ড গুলোতে দুইটি ভল্টে তিনি পর্যায়ক্রমে  ১৪.৪৬৬ এবং ১৪.১৩৩ পয়েন্ট অর্জন করেছেন। চূড়ান্ত ফলাফলে তাঁর স্কোর দাঁড়ায় ১৪.২৯৯। ভল্ট ইভেন্ট কোয়ালিফাইং রাউন্ডে ১৪.৭০ স্কোর নিয়ে প্রথম স্থান অর্জন করেন আমেরিকার জেড কেরি এবং ১৪.৫৩৩ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন মেক্সিকোর আলেক্সা মোরেনো।  ১৪.২৯৯ স্কোর নিয়ে দীপা তৃতীয় স্থান অর্জন করে ফাইনালে কোয়ালিফাই করেন।  ভল্ট ইভেন্টে কোয়ালিফাই করা জন জিমন্যাস্টকে নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালের আগেই শুক্রবার ব্যালান্স বিম ইভেন্টের কোয়ালিফাইং রাউন্ডে নামছেন ত্রিপুরার ২৫ বছর বয়সী জিমন্যাস্ট

গত বছর জাকার্তা এশিয়ান গেমসে ইনজুরির কারণে আশানুরূপ লক্ষ্যে পৌঁছতে পারেননি দীপা। সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়েই গত বছর নভেম্বরে জার্মানির কটবাসে আর্টিস্টিক জিমন্যাস্টিকস বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে নিয়েছেন তিনি। পর্যাপ্ত অনুশীলন এবং যত্ন নেওয়ার জন্য মেলবোর্ন বিশ্বকাপে অংশ নেননি। এই সময়ে কোচ বিশ্বেশ্বর নন্দীর নির্দেশ মেনে কঠোর পরিশ্রমে নিজেকে তৈরী করেছেন লড়াকু কন্যা। আপাতত কোয়ালিফাইং রাউন্ডের পর সবার নজর ফাইনালেই। নজর কাড়া পারফর্মেন্স দিয়ে দীপা যেন আগামীতে টোকিও ওলিম্পিকসে যোগদানও নিশ্চিত করে তা নিয়ে আশাবাদী ভারতীয় জিমন্যাস্টিকস ফেডারেশনের সহ-সভাপতি রিয়াজ ভাটি।  দীপা কর্মকারের প্রতিভা আর দক্ষতা নিয়ে পূর্ণ  বিশ্বাসী  জিমন্যাস্টিকস ফেডারেশনের সহ-সভাপতি।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...