অলিম্পিকের প্রস্তুতি শুরু দীপা কর্মকারের

পরের বছরই অলিম্পিক আর তারই প্রস্তুতি পর্ব হিসেবে দীপা কর্মকার বেছে নিয়েছেন বিশ্বকাপগুলিকে। গত বছর জামার্নিতে আয়োজিত আর্টিস্টিক জিমন্যাস্টিকে চতূর্থ স্থান অধিকার করে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। তাই আসন্ন বাকু বিশ্বকাপদোহা বিশ্বকাপে ভালো ফলাফল করতে পারলেই টোকিয়ো অলিম্পিকের ছাড়পত্র পেয়ে যাবেন তিনি। তবে তিনি জানান যে উপরোক্ত দুটি বিশ্বকাপে অংশগ্রহন করলেও মেলবোর্ণ বিশ্বকাপে অংশগ্রহন করছেন না। তার কারণ, প্রথমত হাতে সময় খুব কম আর দ্বিতীয়ত সদ্য হাঁটুর চোট সারিয়েই বিশ্বকাপের মত ইভেন্টে অংশগ্রহন করাটা উচিত হবে না বলেও জানান তিনি। তাই আরও বেশ কিছুদিন সময় নিয়ে একেবারে বাকু বিশ্বকাপেই অংশগ্রহন করাটাই শ্রেয় বলে মনে করছেন আগরতলার এই জিমন্যাস্ট। দীপা আরও জানান যে টোকিয়ো অলিম্পিকে অংশগ্রহন করার যে সকল রাস্তা আছে, তার মধ্যে বিশ্বকাপ একটি,  তাই তিনি অলিম্পিকে পৌঁছনোর সকল রাস্তা যতই কঠিন হোক না কেন তা অবলম্বন করতে প্রস্তুত।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...