সাবেক কলকাতা থেকে আজকের কলকাতা| ৩০০ বছরের বেশি পুরনো তিলোত্তমা সাক্ষী অগুনতি পরিবর্তনের| কালের নিয়ম মেনে ঘটে যাওয়া সেই বিবর্তনের ইতিহাস কিছুটা আমাদের জানা আবার কিছুটা এখন লোকচক্ষুর আড়ালে| সেই সব জানা অজানা ইতিহাসকে ডিজিটাল প্লাটফর্মে আনতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা| টাউন হলের একতলায় ৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে একটি থিম মিউজিয়াম বানানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা | যার মধ্যে বেশিরভাগটাই থাকবে ডিজিটাল মাধ্যম| মাত্র একবার কি বোর্ডে এর চাপে স্ক্রিনে ফুটে উঠবে মহানগরীর সামাজিক, ভৌগলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটের পরিবর্তন| এছাড়াও থাকছে কলকাতার মানচিত্র পরিবর্তন | কলকাতা টাউন হলের সংস্কারের কাজ শেষ হলে এই থিম মিউজিয়াম তৈরিতে হাত দেবে পুরসভা| তবে ইতিমধ্যেই খড়গপুর আইআইটিকে এই ডিজিটাল মিউসিয়াম রূপায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুরসভা সুত্রে খবর |
মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই এই প্রকল্পের দেখভালের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন, যার শীর্ষে রয়্ছছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার| দেবাশিষ কুমার জানিয়েছেন, এই মিউজিয়ামে তিনটি পর্যায়ে কলকাতার ৩০০ বছরের বিবর্তনের ইতিহাসকে তুলে ধরা হবে| প্রথমে থাকবে শহরের গোড়াপত্তন থেকে নামকরনের ইতিহাস| সিরাজের দেওয়া নাম আলিনগর কিভাবে হলো, মারাঠা আক্রমনের ইতিহাস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন, তারপর একে একে স্থাপত্য, সংস্কার , বিচারব্যবস্থা বিবরণ| থাকবে কলকাতা পুরসভা ও টাউন হলের জন্মইতিহাস পরিবর্তনের ইতিবৃত্ত|
দ্বিতীয় ভাগে থাকছে, বাংলার নবজাগরণ থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি, বিজ্ঞান সাধনা এবং এদের পিছনে পাশ্চাত্য শিক্ষার প্রভাব কি ছিল তাও জানতে পারবেন পুরবাসী|এছাড়াও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দুর্ভিক্ষ মন্বন্তর,দাঙ্গা সবেরই বর্ণনা থাকবে এই ডিজিটাল ফর্মে| আর শেষ পর্যায়ে থাকছে স্বাধীনতাউত্তর আর্থসামাজিক চিত্র, রাজনৈতিক প্রেক্ষাপট থাকছে শরণার্থী সমস্যা এবং হালের দুই কৃতি বঙ্গসন্তানের নোবেল জয়ের কৃতিত্ব|এই থিম মিউজিয়ামটির আর একটি বিশেষ বিভাগ থাকছে যেটি হলো মানচিত্র| মিউজিয়াম তৈরির কাজে খড়গপুর আইআইটির সহযোগী সংস্থার এক কর্ণধার জানিয়েছেন, মানচিত্র নিয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে| ১৭৯২ সালে কলকাতার প্রথম মানচিত্র পাওয়া গেছে | সেখানে ইংরেজ ও ভারতীয়দের বসবাসের আলাদা জায়গা ছিল তা লক্ষ্য করা গিয়েছে | এর পরেও কলকাতা মানচিত্র তৈরী হয়েছে সেই সব ইতিহাসের পূর্ণ বিবরণ থাকছে বলে জানা গিয়েছে |এছাড়াও কলকাতা আকার আয়তন কে তুলে ধরতে একটি ১০ ফুট / ১০ ফুটের ফাইবার মডেল তৈরী করা হচ্ছে |