আইআরসিটিসি সাইটে ডিজিটাল ম্যাগাজিন

এবারে রেল ভ্রমণের সময় কাগজ পড়তে আগ্রহী পাঠকদের জন্য থাকবে ডিজিটাল ম্যাগাজিন এক্সেস করবার সুবিধা। রেল ভ্রমণের সময় সবসময় পছন্দের ম্যাগাজিন বা সংবাদ সাইট গুলো সার্ফ করা সম্ভব হয়না।  যদিও নির্দিষ্ট সংবাদ মাধ্যম বা ম্যাগাজিনের জন্য ভিন্নভিন্ন ওয়েব পেজ রয়েছে। তবু একটি মাত্র সাইটে পছন্দ মত বিষয় অনুযায়ী যে কোন নিউজ বা ম্যাগাজিন পড়বার সুযোগ করে দেবে এবারে আইআরসিটিসি সাইট। খবর কাগজ ছাড়াও, নামি দামি ম্যাগাজিন পড়বার সুযোগ থাকবে এই  সাইটটিতে। সাইটটি থেকে পাঠক সহজেই ল্যাপটপ, স্মার্ট ফোন এবং ট্যাবলেটে ম্যাগাজিন বা খবর পড়বার সুযোগ পাবে।  

জাতীয় পরিবহন সংস্থার  অনলাইন শাখা সম্প্রতি ডিজিটাল ম্যাগাজিন শুরু করার উদ্যোগ নিয়েছে। টিকিট ও ক্যাটারিং পরিষেবার অনলাইন শাখার ওয়েব পোর্টাল আইআরসিটিসি ডট কো  ডট ইন এর অফিসিয়াল পেজ থেকেই পাওয়া যাবে এই সুবিধা। আইআরসিটিসি-র সাথে এই উদ্যোগ সফল করতে সাহায্য করছে ডিজিটাল ম্যাগাজিন নিউজ স্ট্যান্ড ম্যাগজটার। এই পরিষেবায় গ্রাহক বিশেষ জনপ্রিয় কিছু খবরের কাগজ এবং সর্বাধিক বিক্রীত ম্যাগাজিন গুলো নিজেরদের মুঠোফোন বা ল্যাপটপে পড়বার সুযোগ পাবেন। বিভিন্ন সাইট খুশি মত ব্যবহারের জন্য থাকবে কিছু আকর্ষণীয় অফার। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, পাঞ্জাবি, গাজরাটি, মালায়লাম, কন্নড়, মারাঠি এবং উর্দু ভাষার ম্যাগাজিন বা খবরের সম্ভার থাকবে ম্যাগজটার এর সম্ভারে।  

আইআরসিটিসি ব্যবহারকারীরা এর সাইটটির মাধ্যমে সুযোগ পাবেন বেশ দামি কিছু ম্যাগাজিনে চোখ রাখবার। পছন্দমত মিয়াজবা ম্যাগাজিনে চোখ রাখার জন্য একবার সংস্করণটি ডাউনলোড করে নিলেই ইন্টারনেট যোগাযোগ ছাড়াই পড়ার সুযোগ পাবেন পাঠক। ওয়েবসাইটে ঢুকে 'আইআরসিটিসি একসক্লুসিভ' বিভাগে পাওয়া যাবে ডিজিটাল ম্যাগাজিন লিঙ্ক। সেখানে ক্লিক করতেই ওপেন হবে ম্যাগজটার এর সাইটটি। তারপর মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ওটিপি দিয়ে যাচাই হবে গ্রাহকের আই ডি। এছাড়াও মেইল আই ডি বা ফেসবুক আই ডি-র মাধ্যমে ভেরিফাই করা যাবে ইউজার আই ডি। ম্যাগজটার একাউন্টে 'মাই সাবস্ক্রিপশন' বিভাগ থেকে বিনামূল্যে পাঁচ দিনের জন্য ৫ হাজারের বেশি ম্যাগাজিন ও খবরের কাগজ পড়বার সুযোগ পাওয়া যাবে। এর পর থেকে পছন্দ মত যেকোন প্লেন বেছে নিতে পারবেন পাঠকরা। সাইটটিতে বিষয় অনুযায়ী বিভিন্ন ম্যাগাজিন বা খবরের তালিকা ব্যবস্থা করা রয়েছে।  শিক্ষা, বাণিজ্য, ফ্যাশন, ফিটনেস, লাইফস্টাইল, বিজ্ঞান, প্রযুক্তি, ভ্রমণ সহ প্রায়  ৪০ টি ক্যাটাগরিতে মিলবে খবরের সমাহার।  

সাইটটি সাবস্ক্রিপশানের জন্য সুবিধা মত রয়েছে নানান প্ল্যান। এক দিন, এক মাস থেকে এক বছর পর্যন্ত রয়েছে সাবস্ক্রিপশন প্ল্যান। এক সপ্তাহের সাবস্ক্রিপশান প্যাক ৩০ টাকা। এবং সর্বাধিক এক বছরের সাবস্ক্রিপশান প্যাক ৪৯৯ টাকা। এই মূল্যের সাথে যুক্ত থাকবে কর। এছাড়াও থাকছে আনলিমিটেড সাবস্ক্রিপশনের ব্যবস্থা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...