কান্দি রাজ কলেজে পড়াশোনার মান বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ লাইব্রেরিকে জেলার সেরা 'কোর লার্নিং রিসোর্স সেন্টার' হিসেবে গড়ে তুলতে ছাত্রছাত্রীদের নিয়ে 'ডিজিটাল ক্লাস' করানো হচ্ছে এখানে। তবে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে কলেজের ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল লাইব্রেরি এবং লাইব্রেরি ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে। জানা গিয়েছে, বার্লিন থেকে পোস্ট ডক্টরেট গবেষক শুভঙ্কর দাস ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই ক্লাস নিচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও অধ্যাপকরা আইআইটি এবং জ্যাম পরীক্ষার উপর ডিজিটাল ক্লাস করেছেন। তবে এই নতুন ব্যবস্থার জন্য কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই বিষয়ে কলেজ থেকে আরো জানা যায়, ছাত্রছাত্রীদের পড়াশোনার মান ও মেধা বাড়ানোর জন্য কলেজ কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে ঠিক করেন লাইব্রেরি সায়েন্সের উপর জোর দেওয়া হবে বলে। যার উদ্দেশ্যে কলেজে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের দিয়ে ক্লাস ও কোচিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি ছাত্রছাত্রীদের নিয়ে ডিজিটাল ক্লাস শুরু হয়েছে। কলেজের হলঘরে ক্লাস নেওয়া হচ্ছে প্রায় ২০০জন ছাত্রছাত্রীর। এই বিষয়ে কলেজ লাইব্রেরি কর্মীর থেকে জানা যায়, প্রথমে তাঁরা ইন্টারনেট ব্যবহার করে ল্যাপটপের মাধ্যমে বিশেষজ্ঞদের সঙ্গে লিঙ্ক করতেন। তারপর প্রজেক্টরের সাহায্যে বড় স্ক্রিনে তা দেখানো হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ অধ্যাপকরা ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। কলেজ কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায় যে, এই পড়াশুনোর জন্য লাইব্রেরি ওরিয়েন্টেশন সম্পর্কিত ক্লাসগুলি নেওয়া হয়েছে। তাছাড়াও ডিজিটাল লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমের সঙ্গে পরিচয় ও তার ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানানো হচ্ছে ছাত্রছাত্রীদের।
তবে বিনা খরচে ছাত্রছাত্রীদের এই ধরনের ক্লাস করানো হচ্ছে। এই বিশেষ ব্যবস্থার জন্য বেশ উৎসাহী ছাত্রছাত্রীরা। তাই তারা বলেন, গ্রামের ছেলেদের কাছে এই ধরনের ক্লাস করা ভাগ্যের ব্যাপার। এসব বড় শহরে প্রচুর টাকা খরচ করে করা হয়ে থাকে। তবে এই কলেজে কর্তৃপক্ষ বিনা খরচে এই বিশেষ ক্লাস করাচ্ছে। এই ক্লাসের মাধ্যমে লাইব্রেরি সায়েন্স সম্পর্কে অনেক কিছু জানতে পারছে তারা। এর মাধ্যমে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীরা বেশ উপকৃত হচ্ছে। তছাড়া বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রস্তুতিও তারা ওই ক্লাসগুলিতে নিতে পারছে। আইআইটির মতো বড় ধরনের পরীক্ষার টিপস ও এখান থেকেই পাচ্ছে এমনটাই জানিয়েছে ছাত্রছাত্রীরা।