'ছবি'-র মাধ্যমে সহজ হবে ক্যান্সার চিকিৎসা

দেশ তথা সমগ্র বিশ্বের কাছে এখন চিকিৎসা ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ হল ক্যান্সারের সম্পূর্ণ নিরাময়ের চিকিৎসাপদ্ধতি আবিষ্কার করা। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডাক্তারেরা সেই নিয়ে অনবরত গবেষণা করে যাচ্ছেন। গবেষণায় সঙ্গ দিচ্ছেন গবেষণারত চিকিৎসকেরাও। সেই রকমই আর একটা গবেষণার সাফল্যের খতিয়ান উঠে এল আমাদেরই রাজ্য থেকে।

                সম্প্রতি আই আই টি খড়্গপুর ও টাটা মেডিক্যাল সেন্টার-এর যৌথ প্ৰচেষ্টায় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে নতুন একটি পদ্ধতির সূচনা হতে চলেছে। দেশের ক্যান্সার গবেষণায় সাহায্য করার জন্য একটি ছবি সম্বলিত ডিজিটাল আর্কাইভ তৈরির ব্যবস্থা করেছে ওই দুই সংস্থা। কম্প্রিহেন্সিভ ডিজিট্যাল আর্কাইভ অফ ক্যান্সার ইমেজিং(Comprehensive Digital Archive of Cancer Imaging-CHOBI) বা 'ছবি'-র  মাধ্যমে ক্যান্সার গবেষণায় বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে এই গোটা কাজটি সম্পন্ন করা হবে।

                 আশা করা হচ্ছে, ডাক্তারদের জন্য এই পদ্ধতি আগের তুলনায় রোগ নির্নয়ের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হয়ে উঠবে। এই এআই পদ্ধতির তিনটি খুব গুরুত্বপূর্ণ সদর্থক দিক রয়েছে। প্রথমত ডেস্ক্রিপটিভ এনালিসিস- অর্থাৎ দেশের যে কোনো প্রান্তের চিকিৎসাশাস্ত্রের পড়ুয়ারা এই আর্কাইভের সাহায্যে ছবির মাধ্যমে সবিস্তার আলোচনার মধ্যে দিয়ে রোগের সম্বন্ধে খুঁটিনাটি তথ্য জানতে পারবেনদ্বিতীয়ত প্রেডিকটিভ এনালিসিস- অর্থাৎ ডাক্তারেরা আর্কাইভে ছবি থাকার ফলে আরও নিখুঁতভাবে রোগীর রোগ নিৰ্ণয় করতে পারবেনতৃতীয়ত প্রেস্ক্রিপটিভ এনালিসিস- অর্থাৎ পুরোনো রেকর্ডের ভিত্তিতে তুলনা করে রোগীর রোগের সম্বন্ধে নতুনভাবে বিশ্লেষণ করে চিকিৎসা করার সুযোগ পাবেন ডাক্তারেরা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রযুক্তি এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আই আই টি খড়্গপুর এবং টাটা মেডিক্যাল রিসার্চ সেন্টার-এর তরফে যৌথভাবে পোস্ট গ্রাজুয়েশন এবং ফেলোশিপ কোর্সে এই ধরণের উদ্ভাবনী বিষয় নিয়ে গবেষণার ব্যবস্থা করা হয়েছে।

              এই পাইলট প্রজেক্টটি সফল হলে চিকিৎসা ক্ষেত্রে ছবির মাধ্যমে কাজ করার পরবর্তী ধাপ তৈরী করার কথা ভাবা হবে। কৃত্রিম মেধার সাহায্যে নানা থেরাপির মাধ্যমে আরও বেশি মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে এই 'ছবি'র মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের জাতীয় ডিজিট্যাল লাইব্রেরি উদ্যোগ-এর মাধ্যমে আই আই টি খড়্গপুর মূলত রেডিও অঙ্কোলজির ক্ষেত্রে ক্যান্সার রোগীদের জন্য এই ছবি সম্বলিত ডিজিট্যাল আর্কাইভ ব্যবস্থাটি চালু করেছে। এই উদ্দেশ্যে 'ছবি' প্রকল্পটির সার্থক রূপায়নের জন্য গত ২৬ জুলাই টাটা মেডিক্যাল সেন্টার-এ একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ডিজিট্যাল লাইব্রেরির উদ্যোগে। সারা দেশ তথা দেশের বাইরে থেকে আগত চিকিৎসকেরা ওয়ার্কশপে এই প্রকল্পটিকে স্বাগত জানিয়েছেন। এই ব্যবস্থার মাধ্যমে ক্যান্সার রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথা গবেষণার ক্ষেত্রে যে যথেষ্ট উন্নতি হবে তা স্বীকার করেছেন চিকিৎসক মহল।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...