Digha Temple Inauguration: এবার দিঘার জগন্নাথ মন্দির আলোকিত হয়ে উঠবে চন্দননগরের শিল্পীদের আলোকসজ্জায়

আর বেশিদিন বাকি নেই অক্ষয় তৃতীয়ার। সেই দিনই মহা সমারোহে উদ্বোধন হবে দিঘায় জগন্নাথ মন্দিরের। তবে এই বিশেষ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দির উদ্বোধনে দিঘা সেজে উঠবে বিখ্যাত চন্দননগরের ফরাসডাঙার শিল্পীদের আলোকসজ্জায়। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ।

আলোক শিল্পে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে ফরাসডাঙার শিল্পীরা। আর এবার দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানেও তাদের তৈরি আলোতে আলোকিত হবে মন্দির চত্বর। মন্দির উদ্বোধন ও সুমদ্র সৈকত আলোময় করার মূল দায়িত্বে রয়েছেন চন্দননগরের আলো হাব –এর শিল্পী জয়ন্ত দাস।

জানা গেছে, উদ্বোধনের দিন আধুনিক প্রযুক্তিনির্ভর এসএমডি আলোয় আলোকিত হবে মন্দির থেকে সুমদ্র সৈকত। এ ছাড়া ৮টি বড় আলোর গেট তৈরি হবে দিঘার প্রবেশদ্বার থেকে জাহাজবাড়ি পর্যন্ত। থাকবে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার নানা ধরনের গ্লোসাইন বোর্ড দিয়ে তৈরি চোখ ধাঁধানো আলো।

প্রায় এক মাস ধরে আলোকসজ্জার কাজ চলছে দিঘায় জগন্নাথ মন্দিরে। প্রায় ২৫০ জন শিল্পী এখানে এক নাগাড়ে কাজ করে চলেছেন। এবার মন্দির উদ্বোধন ও প্রভু জগন্নাথ দেবের দর্শনের অপেক্ষায় দিন গুনছে ভক্তবৃন্দ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...