জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তার দিকে কড়া নজরদারি চলছে দিঘার সড়ক পথে| বিগত কিছু দুর্ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসন রাস্তার তল্লাশি চালাচ্ছে পুরোদমে|
তদন্ত করে দেখা গেছে ওখানের বেশ কিছু দুর্ঘটনায়, গাড়ির চালক মদ্য পান করে গাড়ি চালাচ্ছিল অথবা রেষারেষির জন্য দুর্ঘটনা ঘটেছে। তাই এই সব ঘটনা যাতে আর না ঘটে তাই পুলিশ উদ্যোগী হয়েছে। এই তল্লাশি চলেছে চলতি বছরের ১লা জুলাই রবিবার নন্দকুমারের ১৬৬বি জাতীয় সড়কে|
বুধবার প্রত্যেকটি গাড়িতে চলে তল্লাশি। দিঘা থানার ওসি বাসুকিনাথ বন্দোপাধ্যায় জানান, বিশেষ চেকিং করা হয় দিঘার গাড়িগুলিতে। সেখানে মদ্যপ অবস্থায় কয়েকজন আটকও করা হয়েছে। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে চালকদের সচেতন করাও হচ্ছে।
এছাড়াও মদ্যপ অবস্থায় যাতে কেউ স্নান করতে না যাই সেই দিকেও নজর রাখবে প্রশাসন, স্নানে দুর্ঘটনা ঘটা কমবে এবার থেকে তাহলে|