আইনের ঘেরাটোপ

শিবঠাকুরের আপন দেশে যে সব্বোনেশে আইনকানুন চলে তা আমরা সকলেই জানি। কিন্তু শিবঠাকুরের দেশে আপাতত না গিয়ে আমরা তো ঘুরতে যেতেই পারি দেশে বিদেশে। এইসব দেশে বিদেশেও কিন্তু তাদের নিজস্ব আইনকানুন প্রচলিত রয়েছে যা না জানলে আপনি নির্ঘাত বিপদে পড়বেন। শুধুমাত্র আপনাদের জন্য রইলো বাছাই করা ১0 টি অজানা আইনের খবর যা আপনাকে বসবাসের জন্য বা ঘোরার জন্য গিয়ে অযথা হয়রানির হাত থেকে বাঁচাবে।

১) দিনে রাতে সুখটান দিতে অনেকেরই ভালো লাগে কিন্তু জেনে রাখা ভালো, তামাকজাতীয় কোনো দ্রব্য সঙ্গে নিয়ে ভুটানে ঢোকা অপরাধ। এমনকি তামাকজাতীয় দ্রব্যের সেবন এবং তা বিক্রি করাও দণ্ডনীয় অপরাধ।

২) ঘুরতে গিয়ে সমুদ্রের ধারে বসে ছিপ ফেলে মাছ ধরার প্ল্যান করছেন? তাহলে জেনে নিন, স্যালমন আইন ২০০২ অনুযায়ী, ইংল্যান্ডে গোপনে স্যালমন মাছ ধরা আইনত অপরাধ।

৩) গ্যাস অম্বল ও পেটের অন্যান্য সমস্যা থাকলে আপনার সুইজারল্যান্ডে না যাওয়াই ভালো কারণ সেখানে  রাত ১০টার পর কমোডে ফ্ল্যাশ করা বারণ। ফ্ল্যাশের শব্দকে সেখানে শব্দ দূষণ হিসেবে গণ্য করা হয়।

৪) সব সময়ে চুইং গাম মুখে রাখা অভ্যেস? তাহলে জানুন, ১৯৯২ সাল থেকে আইন করে সিঙ্গাপুরে চুইং গাম চেবানো নিষিদ্ধ হয়েছে। তবে চুইং গামটি যদি কোনো ঔষধি গুন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে মিলতে পারে ছাড়।

৫) ভুলো মনের জন্য আপনি আপনার নিজের জন্মদিন ভুলে যেতে পারেন কিন্তু সারোমা নামক একটি জায়গায় কিন্তু স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া মারাত্বক অপরাধ।

৬) বাড়িতে গোল্ড ফিশ রাখতে চান? তা রাখতেই পারেন। কিন্তু আপনি যদি রোমে বসবাস করেন এবং সেখানে অ্যাকোরিয়াম বা কাঁচের পাত্রে একটি মাত্র মাছ কোনোমতেই রাখা যাবেনা। একটি মাছ রাখা প্রাণী নির্যাতন আইনের আওতায় পড়ে।

৭) আপনার গড়নটা কি একটু স্থূলতার দিকে? অল্প খেলেই মেদ জমে শরীরে? তাহলে জাপানে গিয়ে বিপদে পড়তে পারেন আপনি। কারণ জাপানে ছেলেদের ও মেয়েদের জন্য ওয়েস্টলাইন লিমিট যথাক্রমে ৮৫ সেন্টিমিটার এবং ৯০ সেন্টিমিটারে বাঁধা হয়েছে।

৮) পোষ্য কুকুর বা বিড়ালটিকে মানুষের মতো সাজাতে কার না ভালো লাগে? কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় রীতিমতো আইন করে বন্ধ করা হয়েছে পোষ্যকে সাজানো। এমনকি ফার্মের প্রাণীদের বুট পরানোও সেখানে আইনত অপরাধ।

৯) সকালে উঠে পায়রাকে দানা খাওয়ানো আপনার অভ্যেস? তাহলে সান ফ্রান্সিস্কোতে গিয়ে আপনি অসুবিধায় পড়তে পারেন। সেখানে শহরের গন্ডির মধ্যে পায়রাকে দানা খাওয়ানো বারণ। শহর পরিষ্কার রাখার জন্যই এরকম নিয়ম মত শহরবাসীর।

১০) অসময়ে ভিডিও গেম খেলে সময় কাটান? তাহলে গ্রিসে গিয়ে সময় কাটানো কষ্টের হতে পারে আপনার কারণ ২০০২ সালে বন্ধ করার জন্য  একটি আইন অনুযায়ী ভিডিও গেম ব্যান করা হয়েছে।

তাহলে জেনে গেলেন শিবঠাকুরের দেশ ছাড়াও আমাদের মহাবিশ্বের কোনায় কোনায় রয়েছে নানা আইন। যা না জানলে বিপদে পড়তে পারেন আপনিও। তাই এইসব এলাকায় শিফট করার আগে অবশ্যই চোখ বুলিয়ে নিন তাদের আইনের লিস্টে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...