রোজ নতুন নতুন ড্রেস পরতে কার না ভালো লাগে? আর তার সাথে আরেকটা জিনিস কিন্তু সবারই পছন্দের। গেস করতে পারছেন? কিসের কথা বলছি? হ্যাঁ, ড্রেসের সাথে ম্যাচিং নেলপলিশ না পরলে কোথাও যেন মনে হয় সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। কালারের বাহারের সাথে সাথে নখের বিভিন্ন নকশাও রয়েছে অর্থাৎ নেলপেন্ট। আজকাল মোটামুটি সব পার্লারেই এই নেল আর্ট করানো হয়। বাড়িতে নেলপলিশ পরা আর পার্লারে গিয়ে নেল আর্ট করানো দুটিই আজকাল বাজারে খুব ইন। নেল আর্টের ডিজাইনের বাহার চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। পার্লারে গিয়ে নেল আর্ট করানোর থেকে আমরা সকলেই বাড়িতে বসে নেলপলিশ পরার উপরেই বেশি মনোযোগ দিয়ে থাকি। কারণ কখনো ধরুন ভাবলেন একটা জামা পরে আজ বেরোবেন কিন্তু লাস্ট মোমেন্টে ভাবলেন না, আজ অন্য জামা পরি। কিন্তু ততক্ষনে তো সেই জামার সাথে ম্যাচ করে নেলপলিশ লাগানো হয়ে গেছে। আর হাতের কাছে রিমুভারও নেই যে তৎক্ষণাৎ তা তুলে নেবেন। তাহলে উপায়?
এমন অনেক জিনিসই রয়েছে তার সল্যুশন হিসেবে যা আমাদের সামনে থাকলেও তার সল্যুশন আমরা বাইরে খুঁজে বেড়াই। কিন্তু অনেকসময় দেখা যায় বাড়িতেই এমন কিছু রেমিডি থাকে যা সহজেই ছোটোখাটো মুশকিল আসান করে দিতে পারে। হঠাৎ করে রিমুভার এর প্রয়োজনীয়তা পড়লে কি করবেন নিচে চারটি উপায় বলা হল।
প্রথমেই যেটি রয়েছে সেটি হলো- পারফিউম, ডিওডোরান্ট বা বডি স্প্রে নখের উপর স্প্রে করে তুলো দিয়েদিয়ে ঘষে নিলে পাঁচ মিনিটের মধ্যে নেলপলিশের কালার উঠে যায়। এইসব প্রসাধন সামগ্রীতে থাকে প্রচুর পরিমানে রাবিং অ্যালকোহোল। এই অ্যালকোহোলের প্রভাবেই নেলপলিশ উঠে যায়। তবে এই ক্ষেত্রে সময় একটু বেশি লাগে।
দ্বিতীয়ত, জানা গেছে হ্যান্ড স্যানিটাইজারও নেলপলিশ তুলতে সাহায্য করে।
তৃতীয়ত, হালকা গরম জলে কিছুক্ষন হাত ভিজিয়ে রাখলে এবং সঙ্গে পাতি লেবুর রস আর সাদা ভিনিগার একসাথে মিশিয়ে নখের উপর ঘষলে, নেলপলিশ উঠে যায়। ভিনিগার যদি না থাকে তাহলে সাবান জল আর লেবুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।
চতুর্থত, টুথপেস্টও কিন্তু রিমুভার হিসেবে কাজ করে। ব্রাশে পেস্ট লাগিয়ে নখের উপর ঘষলে নেলপলিশ উঠে যায়। এক্ষেত্রে টুথপেস্ট নেল স্ক্রাবারের কাজ করে থাকে।
পঞ্চমত, নেলপলিশ তুলতে সবচেয়ে ভালো কাজে আসে নেলপলিশই। রাঙানো নখে আরও একটু রঙ লাগলে আগের রঙ খুব সহজেই উঠে আসে।
তাই রিমুভার শেষ হয়ে গেলে চিন্তা করবেন না। এইসব উপায় একটি একটি করে অবলম্বন করে দেখুন। যেটি ব্যবহারে সুবিধা মনে হচ্ছে সেটিই ব্যবহার করুন। আপৎকালীন সময়ে যেটি ব্যবহার করলে তৎক্ষণাৎ নেলপলিশ উঠে যাবে বলে মনে করবেন সেটিই যথারীতি ব্যবহার করবেন।