চুল শুকোনোর নানা উপায়

 

চুলের ঠিকমতো যত্ন নিতে কখনো পিছপা হয় না কন্যেরা। আজকাল অবশ্য পিছিয়ে নেই পুত্ররাও। সকলেই নিজের কেশ নিয়ে বেজায় চিন্তিত। এই গরমে চুলের ঠিকমতো পরিচর্যা হচ্ছে তো? এই নিয়ে চিন্তা সকলেরই। গরমে ঘাম বসে যেমন চুলের ক্ষতি হচ্ছে তেমনি ক্ষতি হচ্ছে বারবার শ্যাম্পু করার ফলে। কিন্তু গরমে যেভাবে ঘাম জমা হচ্ছে চুলের গোড়ায় তাতে শ্যাম্পু করা ছাড়া আর কোনো অপশনও নেই। যাদের সকালের দিকে অফিস তাদের ক্ষেত্রে বেশি সকালে উঠে শ্যাম্পু করাটা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া যাদের চুল খুব লম্বা তাদের এইসব ক্ষেত্রে সমস্যা আরও বেশি হয়। সকালে উঠে শ্যাম্পু করে সেই ভেজা চুলে কাজে বেরিয়ে পড়াও সম্ভব নয়। সেক্ষেত্রে চুল শুকোনোর জন্য ভরসা করতে হয় হেয়ার ড্রায়ারের উপর। কিন্তু রোজ রোজ চুল শুকোনোর জন্য হেয়ার ড্রায়ারের ব্যবহার কত ভালো চলুন আজ জানা যাক।

দীর্ঘদিন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর ফলে চুল খুবই রুক্ষ হয়ে পড়ে। কথায় আছে, ড্রায়ার থেকে বেরোনো হিট চুলের গোড়ার রস শোষণ করে সেই চুলকে খুবই শুষ্ক করে দেয়। ফলে রেগুলার বেসিসে এর ব্যবহারে চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে উপায়? হেয়ার ড্রায়ার ছাড়া কি কি পদ্ধতিতে তাড়াতাড়ি চুল শুকানো যায়? চুল শুকানোর কিছু চটজলদি উপায় হলো,

১) ভেজা চুল থেকে জল ভালো করে মুছে নিয়ে টেবিল ফ্যানের দিকে পিঠ করে বসুন। চুলে সরাসরি হাওয়া লাগার ফলে চুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে। টেবিল ফ্যান না থাকলেও সমস্যা নেই। সিলিং ফ্যানের স্পিড বাড়িয়ে দিন। গরমকলে এমনিতেই সকলের ঘরে সিলিং ফ্যান চলে। তাই সমস্যা হওয়ার কথা নয়। তবে শীতকালে যেহেতু ফ্যান চলে না সেক্ষেত্রে রোদের উপর ভরসা করতে হবে।

২) চুল থেকে অতিরিক্ত জল মোছার জন্য অনেকেই টাওয়েলের ব্যবহার করে থাকেন। অনেকেই বলেন চুলের স্বাস্থ্যের জন্য টাওয়েল খুব ভাল। কিন্তু কথাটি আসলে ভুল। চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য পাতলা কাপড় বা গামছার ব্যবহার করুন। পাতলা কাপড় অধিক জল টানতে সক্ষম। এইভাবে বার কয়েক শুকনো গামছা দিয়ে মাথা মুছে নিলে হেয়ার ড্রায়ারের আর দরকার পড়বে না।

৩) শ্যাম্পু করার পর মেয়েদের সবচেয়ে খারাপ একটি অভ্যেস হলো, গামছা দিয়ে ঝুল ঝাড়া। এই অভ্যাসটি চুলের যেরকম ক্ষতি করে তেমনই চুলে জট সৃষ্টি করে। এর বদলে চুলে পাতলা এবং অবশ্যই শুকনো এরকম একটি কাপড় জড়িয়ে রাখুন|  এর ফলে চুলের মধ্যে থাকা অতিরিক্ত জল কাপড়ে শোষিত হয়ে যায়। এর ফলে হেয়ার ড্রায়ারেরও দরকার পরে না বা চুল ঝাড়ারও দরকার পড়ে না।

৪) জলে ভিজলে চুল একে অপরের সাথে ভালো ভাবে আটকে যায়। সেই ক্ষেত্রে চুল শুকোতে অধিক সময় লাগে। তাই তাড়াতাড়ি চুল শুকোতে হলে হাতে একটি মোটা দাঁড়ার চিরুনি নিয়ে বসুন। চুল শুকোনোর মাঝে মাঝে যদি চুল আঁচড়ে দেওয়া যায় তাহলে চুল তাড়াতাড়ি শুকোয়।

তাহলে আজ জানলেন হেয়ার ড্রায়ার ব্যবহার না করেও কিভাবে চুল শুকনো করবেন। তাহলে এবার থেকে হেয়ার ড্রয়ারকে বলুন 'না' আর আপন করে নিন সমস্ত প্রাকৃতিক উপায়কে। দেখবেন আগের থেকে চুলের স্বাস্থ্য ভালো হয়েছে।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...