দিন যত এগোচ্ছে বাজারে ছোট আকারের এসইউভি গাড়ি তত বেড়েই চলেছে। আর তাই জন্যই এই সমস্ত হ্যাচব্যাচ মডেলগুলির মধ্যে একটা কঠিক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।
চলতি বছরে ভারতীয় বাজারে এসেছে নতুন মারুতির সুইফট। তবে, তাঁর সামনেই সবথেকে বড় প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছে টাটা মোটরস-এর পাঞ্চ। বর্তমানে টাটা পাঞ্চ-ই হল বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ি। আর তাই এবার এই মারুতি সুইফটের সাথে নতুন প্রতিদ্বন্দিতা শুরু হবে।
চলুন জেনে নিই দুই গাড়ির সেই সমস্ত বিষয়গুলি।
প্রথমেই বলা যাক যে এই নতুন সুইফট ২০২৪-এর তুলনায় টাটা পাঞ্চের আকার বেশ কিছুটা ছোট। একটা ছোট এসইউভি হয়েও টাটা পাঞ্চ অনেকটাই উঁচু এবং আকারে চওড়া। অন্যদিকে, স্পোর্টি লুক নিয়ে এসেছে নতুন সুইফট। এর মধ্যে আছে টুইকড ফ্রন্ট, নতুন অ্যালয় হুইল। এছাড়া হ্যারিয়ারের মত লুক নিয়ে টাটা পাঞ্চের গাড়ির মডেল অনেকটাই লম্বা এবং মজবুত রয়েছে। তবে এই দুটি গাড়ি আকর্ষণীয় হলেও দুই ধরনের ক্রেতার জন্য দুটিই খুব উপযুক্ত।
পাঞ্চ ইভিতে রয়েছে একটা বড় টাচক্রিন। পাঞ্চ পেট্রোলের মডেলে থাকছে একটা স্ট্যান্ডার্ড ৭ ইঞ্চির স্ক্রিন। তবে, মারুতি সুইফটে রয়েছে ৯ ইঞ্চির টাচস্ক্রিন।
এছাড়া দুটি গাড়িতেই কম ফিচার্স রয়েছে। সেগুলি হল কানেক্টেড কার টেক, ক্রুজ কন্ট্রোল, ক্লাইমেট কন্ট্রোল, রিয়ার ক্যামেরা সহ আরও অনেক কিছু। দেখা গিয়েছে মারুতি সুইফট এবং টাটা পাঞ্চের ক্ষেত্রে একই সংখ্যক হুইলবেস রয়েছে। কিন্তু টাটা পাঞ্চের একটা এয়ারিয়ার কেবিন আছে, সঙ্গে রয়েছে একটা বড়সড় বুট।
সেফটির দিক থেকে দেখতে মারুতি সুইফটে রয়েছে ৬টা এয়ারব্যাগ এবং স্ট্যান্ডার্ড হলেও পাঞ্চে ২টো এয়ারব্যাগ রয়েছে। এছাড়া পাঞ্চে একটা সানরুফ রয়েছে।
দক্ষতার দিকে কে এগিয়ে রয়েছে?
পেট্রোল পাঞ্চ মডেল এক লিটার তেলে যেতে পারে ২০ কিমি রাস্তা, অন্যদিকে, সুইফটের মডেলে যেখানে এক লিটার তেলে যেতে পারবে ২৫.৭২ কিমি রাস্তা। দুটিরই ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। দুটি গাড়িতেই আবার রয়েছে AMT অপশন।
পাঞ্চ এবং সুইফট, এই দুই গাড়িতেই নিজস্ব কিছু সুবিধে ও অসুবিধে রয়েছে। কিন্তু সেগুলি আলাদা আলাদা ক্রেতাদের জন্য প্রযোজ্য। যারা ছোট এসইউভি পছন্দ করেন তাঁদের জন্য এই টাটা পাঞ্চ খুবই ভালো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাল, স্পেস ভাল। অন্যদিকে, অনেক বেশি দক্ষ ও স্পোর্টি হ্যাচব্যাকের জন্য ডায়নামিকসও এর আলাদা দেখতে চাইলে নিতে পারেন এই মারুতি সুইফট।
তাহলে দেখেই নিলেন, এবার তাড়াতাড়ি ঠিক করে ফেলুন কোন গাড়িটাকেই আপনার বাড়িতে আনবেন।