২০০০ বছর আগেও কি ঘুরতো বাইসাইকেলের চাকা?

দেশে যে চাকা ঘুরছে এখনো সেই বাইসাইকেলের চাকা ঘুরতো ২০০০ বছর আগেও। হ্যাঁ ঠিক ভাবছেন, এমনটি জানা গেছে সম্প্রতি একটি ভিডিও থেকে। প্রত্ন তথ্যটি খুঁজে পাওয়া গেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে একটি শিবমন্দিরে, মন্দিরটি ওরাইয়ুরের পঞ্চবর্ণস্বামী মন্দির। আবিষ্কারক হলেন প্রবীণ মোহন নামক এক ব্যক্তি।তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই ভিডিও, যা সোশ্যাল মিডিয়াতে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে এখন প্রশ্ন, ২০০ বছর আগে তৈরী বাইসাইকেল কি করে ২০০০ বছর আগে নির্মিত প্রাচীন মন্দিরে থাকা সম্ভব?

বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা চলছে বিশেষজ্ঞ মহলে। এক ইতিহাস-চর্চাকারী যিনি পেশায় চক্ষুচিকিৎসক, নাম  তার কালাইকোভান, ব্যাপারটা খুঁতিয়ে দেখে জানান,

১৯২০ সালে পঞ্চবর্ণস্বামী মন্দিরের সংস্কার করা হয়। এই সময়ে বেশ কিছু ভেঙে যাওয়া রিলিফের জায়গায় নতুন রিলিফ বসানো হয়। সম্ভবত, এই সাইকেল আরোহীর ভাস্কর্য সেই সময়েই বসানো হয়েছিল।

তবে কল্পনাপ্রেমীরা এই পর্যবেক্ষণ মানতে রাজি নয়।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন এখানে...

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...