এখনই অবসর নিচ্ছেন না মাহি

তিনি দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে। তার পর থেকে দীর্ঘ দিন বিরতিতে ছিলেন এমএস ধোনি। সমালোচনা উঠেছিল তাকে আবার দেশের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে কিনা, সেই নিয়ে। ধোনি নিজে তার অবসর ঘোষণা না করলেও,  ক্রিকেটপ্রেমীরা অনেকেই ধরে নিয়েছিলেন যে হয়ত এইবার ভারতীয় ক্রিকেট কে বিদায় জানাবে মাহি।  

তবে সোমবার ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানান যে ধোনি যেদিন চাইবে দলে যোগদান করতে, সেদিনই করবেন। সেই বিষয় নিশ্চিত কোনও সিদ্ধান্তে আসা যাবে না যতদিন না ভারতের এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজে থেকে কিছু ঘোষণা করছেন। এছাড়াও তিনি জানান যে অনেকদিন হয়ে গেছে ক্রিকেটের ময়দানের বাইরে তিনি। তাই আসন্ন ২০২০ সালের আইপিএলটা তার কাছে ময়দানে ফেরত আসার একটি ছাড়পত্র হিসাবেও কাজ করবে। নিজের পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে তাহলে আবারও ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নামতে পারেন তিনি। 

তবে ২০২০-র পাশাপশি তিনি যে ২০২১-এর আইপিএল খেলবেন তা জানান ধোনির ফ্র্যঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংস। তাই ধোনির সমর্থকদের এখনই যে ভেঙে পড়ার কোনও কারণ নেই, এখনও ময়দানে বেশ কিছু বছর খেলতে দেখতে পারবেন তাকে, বলেও জানান চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা-রা।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...