ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

মহানগরীর বুকে যত দুর্গা পুজো হয় তার মধ্যে কোনও পূজা কমিটি করে থিমের পুজো, তো কেউ পুরোনো দিনের সাবেকি পুজো। কিন্তু এদের মাঝেও এমন অনেক পুজো আছে যাদের আলাদা করে থিম বলে কিছু হয় না, যেটা হয় সেটা হল শিল্প বা শিল্পকলা। অর্থাৎ একজন বিখ্যাত শিল্পীর কারুকার্য। তেমনই একটি পুজো হল ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠানে উপলক্ষে জিয়ো বাংলা স্টুডিও-এ উপস্থিত ছিলেন ক্লাবের সহ সম্পাদক সৌমোদীপ কর, প্রচার ও জনসংযোগের দায়িত্বে থাকা রাজন ভৌমিক ও সাধারণ সদস্য উজ্জ্বল মন্ডল। সঞ্চালক সিঞ্চিতার সাথে পুজোর আড্ডা@জিয়ো বাংলায়, জেনে নিলাম তাদের পুজোর বিষয়। ৯০ তম বর্ষে যাদের শিল্পকলায় সেজে উঠছে ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব, তারা হলেন শিল্পী রাখি মুখার্জীশিল্পী সন্দীপ মুখার্জী। আর প্রতিমার দায়িত্বে আছেন শিল্পী পরিমল পাল। প্রতিপদে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের পুজোর পথচলা। পূজা কমিটির মহিলা সমিতির উদ্যোগে পুজোর কটা দিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসপ্তমি,অষ্টমীনবমী এই তিন দিন ব্যাপি থাকবে মহাভোজের আয়োজন, যার মধ্যে প্রধান উল্লেখ্য হল অষ্টমীর আয়োজন। তার কারণ এই দিন বৃদ্ধাশ্রমের প্রবীনপ্রবীনাদের নিয়ে একত্রে বসে আহার গ্রহন করেন পূজা কমিটি সদস্য সহ গোটা পল্লীবাসী।

দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-এ উঠে নামতে হবে কালিঘাট মেট্রো। সেখান থেকে বাসে করে ঢাকুরিয়া স্টপেজের নিকট এই পূজা মন্ডপ। যারা ট্রেনে করে আসতে চান শিয়ালদহ থেকে সোনারপুর বা ডায়মন্ড লাইনের কোনো আপ ডাউন ট্রেনে উঠে ঢাকুরিয়া স্টেশনের নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...