উৎসবের মাঝেই এপার বাংলায় পদ্মার ইলিশ পাঠাচ্ছে ওপার বাংলা

সম্প্রতি খবরে উঠে এসেছিল হুগলীমুখী হচ্ছে না তারা, হুগলী মোহনা ছুঁয়ে পশ্চিমবঙ্গের ধারে কাছেই ঘেষছে না আর। বঙ্গোপসাগর থেকে অভিযানে বেরিয়ে অধিকাংশ ইলিশই মেঘনা পথ ধরে বাংলাদেশ বা ইরাবতী ধরে মায়ানমার পাড়ি দিচ্ছে। যোগান কম হওয়ায় চলতি মরশুম কার্যত ইলিশহীনই কাটাতে হচ্ছে এ পার বাংলার বাঙ্গালিদের। তবে এরই মধ্যে পদ্মাপার থেকে উড়ে এল খুশির বার্তা। শারদোৎসবের আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে রূপোলি শস্য

সাত বছর আগে, ২০১২-র জুলাই নাগাদ তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে প্রবল টানাপড়েনের জেরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ঢাকা। স্বভাবতই তাতে কপাল পুড়েছিল এ পার বাংলার বাঙালির। আসন্ন পুজোর কথা মাথায় রেখে সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে এগিয়ে এল বাংলাদেশ। গত ২২ সেপ্টেম্বরের একটি ছাড়পত্রে শেখ হাসিনা সরকারের বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকে ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে। সরকারি সূত্রের খবর, আগামী ১০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ এ দেশে এসে পৌঁছবে।

অনেকে বলছেন হাসিনা সরকারের স্থিতিশীল অবস্থাই এ দেশে ইলিশের রাস্তা খুলে দিল। এর ফলে শুধু পথ উন্মুক্তই হল না, উপরন্তু ভবিষ্যতে ইলিশ সঙ্কট কেটে যাওয়ার সম্ভাবনাও আরও জোরালো হল। এ বছর রান্নাপুজোয় সেভাবে ইলিশের বন্দোবস্ত ঢোকেনি বাঙালির হেঁশেলে। দুর্গা পুজোয় অনেক বাড়ির ভোগের তালিকায় বিশেষ স্থান অধিকার করে থাকে ইলিশ।

রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলছেন, পুজোয় বাঙালির ইলিশ ভাগ্য প্রসন্ন হতে পারে। আমদানি করা মাছের স্বাস্থ্যপরীক্ষা করতে দিল্লী থেকে ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ জোগাড় করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। বেঙ্গল ফিশ ইম্পোর্টারস্‌ অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদের কথায়, বেনোপাল সীমান্ত দিয়ে কোলকাতা ও শিলিগুড়িতে পৌঁছে যাবে ইলিশ। ভরাডুবির বাজারে এখন ১২০০-১৪০০ টাকাতেও বিকোচ্ছে এক কেজির ইলিশ। পাইকারি বাজারগুলিতে নিলামের মাধ্যমে স্থির করা হবে পদ্মার ইলিশের দাম। কাল, শনিবার মহালয়ার প্রভাতেই আইনসিদ্ধ পথে পদ্মার রুপোলি শস্য এ পারে ঢুকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পূজোর সুবাদে ইলিশের দাম পড়তেও পারে বলে মনে করা হচ্ছে। বাঙ্গালীদের মধ্যে বিজয়া দশমী পর্যন্ত ইলিশ-ভোজের নানা আচার পালন করা হয়ে থাকে। পুজোর মুখে এই সুখবরের সান্নিধ্যে এসে নিঃসন্দেহে উৎসবমুখর হয়ে উঠবে বাঙ্গালী।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...