পুরীর জগন্নাথ মন্দিরের ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ বিরতির পর ফের পাওয়া যাবে জগন্নাথ দেবের প্রসাদ।মন্দির কতৃপক্ষর তরফ থেকে জানানো হয় এবার সময় মত পাওয়া যাবে ভোগ।বৃহস্পতিবার প্রশাসনের তরফ থেকে ওড়িশা হাইকোর্টের কাছে নিষেধাজ্ঞা একটু হাল্কা করার আর্জি জানানো হয়। বিগত সোমবার মন্দিরের সেবায়েতদের একসাথে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে ভক্তদের জন্য ভোগ রান্না বন্ধ করে দেয় তারা। অভিযোগ গর্ভগৃহে সেবায়েতদের ঢোকার যে নিষেধাঞ্জা জারি করে হাইকোর্ট, সেই নিয়ম মানতে গিয়ে দেরী হয়ে যাচ্ছে পুজোর যার ফলে ভোগ অর্পণ করা যাচ্ছে না জগন্নাথকে, নষ্ট হয়েছে প্রচুর পরিমানের ভোগ। প্রশাসনের এদিনের ভুমিকায় খুশি মন্দির কর্তিপক্ষ।