অবশেষে শেষ হল টলি ইন্ডাস্ট্রির বহু প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী’র শ্যুটিং পর্ব। এবার খুব শ্রীঘ্রই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের ‘ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’-কে বড় পর্দায় আনছে পরিচালক শুভ্রজিৎ মিত্র।
এবার, শ্যুটিং শেষ হওয়ার পড়েই ‘Wrap-Up Party’-তে মেতে উঠলেন গোটা দেবী চৌধুরানী টিম এবং টলিউডের তাবড় তারকারা।
কলকাতা শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল দেবী চৌধুরানী ছবিটির র্যাপআপ পার্টি। সেখানেই আসতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সৌরভ দাস, ঐন্দ্রিলা সেন, দুর্নিবার সাহা, প্রমুখকে। সেখানে জমিয়ে নাচতে দেখা যাবে শ্রাবন্তীকে, আর সেই ভিডিয়ো বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল।
এদিন এই ছবি প্রসঙ্গে পর্দার দেবী চৌধুরানী ওরফে শ্রাবন্তী সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তাঁর বহুদিনের ইচ্ছে ছিল তিনি পিরিয়ড ছবি করবেন। অবশেষে সেটা সফল হয়েছে। এর আগে ছোটবেলায় পূর্ব পশ্চিম উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ধারাবাহিক কাজ করেছেন তিনি। বুম্বাদা এখানে ছিল তাঁর মেন্টর, এর আগে একটি ছবিতে বাবা হয়েছিলেন, তারপর প্রেমিক। আর এখন মেন্টর। ফলে ভালোই লাগছে। আগামীতে একসঙ্গে আরও ছবি করতে চান অভিনেত্রী।
অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ধন্য যে তিনি বারবার নেতাজি, অ্যান্টনি ফিরিঙ্গি, লালন, ভবানী পাঠকের মতো চরিত্র করেছেন। তাঁর মতে এক জীবনে এত দারুণ চরিত্র সবাই পান না। তাঁর এই চরিত্র থেকে বেরোতে সময় লাগবে।
পরিচালক শুভ্রজিৎ চিরকালই বলে এসেছেন যে এই ছবি তাঁর স্বপ্নের। আর তাই যথেষ্ট যত্ন নিয়েই ছবিটি তৈরি করছেন তিনি।
বাংলার সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে ‘দেবী চৌধুরানী’। এই প্রসঙ্গে নির্মাতা অনিরুদ্ধ এবং অপর্ণা জানিয়েছেন যে এটা তাঁদের শিকড়ের গল্প। এটা তাঁডের প্রথম প্রযোজনা যার একটা জাতীয় স্তরের আবেদন আছে। তাঁরা খুব আশাবাদী যে ছবিটি মানুষের পছন্দ হবে।
‘দেবী চৌধুরানী’ ছবির নামভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। অভিনেতা অর্জুন চক্রবর্তী অভিনয় করেছেন রঙ্গরাজের ভূমিকায়। বিবৃতি চট্টোপাধ্যায় নিশির চরিত্রে থাকছেন। দর্শনা বণিক অভিনয় করবেন সাগরের চরিত্রে এবং কিঞ্জল নন্দকে দেখা যাবে ব্রজেশ্বরের ভূমিকায়।
অনিরুদ্ধ দাশগুপ্ত এবং অপর্ণা দাশগুপ্তের হাউজের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ‘দেবী চৌধুরানী’। এই চরিত্রের জন্য শ্রাবন্তী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন তিনি। অসিচালনা থেকে শুরু করে ঘোড়ায় চড়া, সবরকম প্রশিক্ষণই নিয়েছেন তিনি।
জানা গিয়েছে যে এই ছবি একটি বিশেষ সময়কালকে, সেই কারণে পোশাক থেকে শুরু করে হাঁটাচলা, কথা বলা বিভিন্ন বিষয়কেই মাথায় রাখতে হয়েছে। কলকাতা, পুরুলিয়া, ঝাড়খণ্ড ও বোলপুরের বিভিন্ন অংশে হয়েছে ছবির শ্যুটিং।