সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী অনেক আগেই সত্তরের দশকে রুপোলি পর্দায় মন কেড়েছিল দর্শকদের|দীনেন গুপ্ত-র এই ছবিতে মহানায়িকা সুচিত্রা সেনের অসাধারণ অভিনয় অবিস্মরনীয়|এবার সেই দেবী চৌধুরানী উপন্যাসকেই পুনরায় দর্শকদের সামনে আসতে চলেছে ছোট পর্দায় স্টারজলসায়|ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইউটিউবে তার ট্রেলারটি|তবে অধিকাংশের মত উপন্যাসের রুপ যেন ধারাবাহিকে পাল্টানো না হয় বা ধারাবাহিকের স্বার্থে গল্পকে যেন অন্য স্রোতে নিয়ে যাওয়া না হয় ব্যবসায়িক কারণে|ছবির ক্ষেত্রে অনেক সময়ই সময়ের কথা মাথায় রেখে তা থেকে অনেক কিছু বাদ দেওয়া হয় কিন্তু ধারাবাহিকে তা নাও হতে পারে|এখন দেখার ধারাবাহিকটি দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে|
e