ফের কলকাতা শহরে সকাল সকাল অগ্নিকাণ্ড।
কাদাপাড়া ক্যালকাটা জুটমিলে হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার অর্থাৎ আজ সকাল ৭.৪৫ নাগাদ জুটমিলের ৩ নম্বর গুদাম থেকে আগুন ছড়ায়। এরপরেই কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে জুটমিলের একাংশ।
জানা গিয়েছে ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন গিয়ে পৌঁছয়। প্রচুর কাঁচা পাট মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পাট যেহেতু দাহ্য পদার্থ তাই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হয়েছে। দুপুর ১২টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।
সেই সময় গোটা এলাকা ঢেকে গিয়েছিল সাদা ধোঁয়ায়। পাশে ঘনবসতি অঞ্চল। তাই যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছিল দমকল দল।
জুটমিল কর্তৃপক্ষের দাবি যে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই জুটমিলের শ্রমিকরা সকলেই একটা আতঙ্কে রয়েছে। কিন্তু কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনাটি শর্ট সার্কিট থেকেই হয়েছে।
ওই জুটমিল বেলেঘাটা ইএম বাইপাসের ধারে কাদাপাড়া এলাকায় অবস্থিত। এই জুটমিলে রয়েছে অনেকগুলি গুদামঘর। সবকটিতেই কাঁচা পাট বা পাটের জিনিস মজুত থাকে। তবে, এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।