ফের একসঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা দেব ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই বিষয়টা আগেই ঘোষণা হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। সেই ছবির নাম ‘টেক্কা’। সেখানে দেব ছাড়াও অভিনয় করছেন রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়।
এবার জানা গেল যে এই ছবিতে আরও দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টোটা রায় চৌধুরী ও পরাণ বন্দ্যোপাধ্যায়।
করণ জহরের ‘রকি অওর রানি কী প্রেম কহানি’র সাফল্যের পর থেকে এখন বাংলা ছবিতেও পরিচালকদের অন্যতম পছন্দের অভিনেতা টোটা। সেখানে সেই চরিত্র তাঁকে অন্য এক পরিচিতি এনে দিয়েছে। তাঁর অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ সমস্ত সিনেমাপ্রেমীরা।
অন্য দিকে পরান বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার অন্যতম এক অভিনেতা। দেবের সাথে পর পর ছবি করছেন তিনি। দর্শকদের মধ্যে দেব-পরাণের জুটি বেশ পছন্দের হয়ে উঠেছে ।‘টনিক’-এর পর ছিল ‘প্রধান’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটি, বহু দর্শকের মন কাড়ছে সেই ছবি। তবে, জানা গিয়েছে যে সৃজিতের এই নতুন থ্রিলার ছবিতে তাঁদের জুটি হিসেবে মোটেই দেখা যাবে না।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এর আগেও টোটার সাথে তাঁর ফেলুদা সিরিজে কাজ করেছেন।‘টেক্কা’ ছাড়াও সৃজিতের ফেলুদার আগামী সিজ়নের জন্য ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এও কাজ করার কথা রয়েছে অভিনেতা টোটার।
কিন্তু দেবের সাথে বহু বছর পর একসাথে কাজ করবেন টোটা। দীর্ঘ দিন পরে কাজ করবেন তিনি। এর আগে ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘পাগলু’র মতো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে দেব ও টোটাকে।
জানা গিয়েছে যে শ্রীঘ্রই প্রযোজক দেব ‘টেক্কা’র শুটিং শুরু করতে চলেছেন। এই ছবির সাথে আরও এক ছবিতে কাজ করতে চলেছেন তিনি। সেটাও নয়ুন বছরের প্রথম দিন জানিয়ে দিয়েছেন অনুরাগীদের। সুরিন্দর ফিল্মসের সঙ্গে দেবের নতুন ছবি ‘খাদান’। আরও জানা গিয়েছে তাঁর বিপরীতে দেখা যাবে টেলি ও বাংলাদেশী অভিনেত্রী ইধিকা পালকে।