গাড়িপ্রেমীদের কাছে বেশ পছন্দের গাড়ি মানেই ‘মারুতি’ গাড়ি। এই কোম্পানির বেশ অনেক গাড়ির মডেলই এক ঝলকেই পছন্দ হয়ে যায়। এই কোম্পানির শুধু দেখতে নিয়ে নয়, গাড়ির দাম, এমন অনেক কিছুই অন্যান্য গাড়ি থেকে ভালো। বছরের পর বছর দেশে অটো বাজারে সেরা গাড়ি কোম্পানির তকমা ধরে রেখেছে মারুতি সুজুকি।
আর তাই এই কোম্পানিরই একটি গাড়ি ৫০ লাখের বেশি বিক্রি হয়েছে দেশে। কী ভাবছেন? সুইফট, ওয়াগনআর? না একদমই নয়। এটি হল মারুতি সুজুকির অল্টো গাড়ি।
২০০০ সালে এই গাড়িটি লঞ্চ করে সংস্থা। ভারতীয় বাজারে ২৪ টা সাল কাটিয়ে ফেলেছে এই গাড়ি। এখনও বহু গ্রাহকদের কাছে এই গাড়ি খুবই প্রিয়। দু’দশকেরও বেশি সময় ধরে মধ্যবিত্তের ভরসা ও সঙ্গী হয়ে উঠেছে এই অল্টো। তাঁদের আশা ও ভরসা নিয়েই এই গাড়ির বিক্রি পৌঁছয় প্রায় ৫০ লাখেরও বেশি।
এই গাড়ির ধারের কাছেও পড়ে না এই কোম্পানিরই অন্যান্য গাড়ি। যেমন সুইফট, ওয়াগনআর, ইত্যাদি। কিংবা অন্যান্য কম্পানির গাড়ি যেমন টাটার নেক্সন, পাঞ্চ বা মাহিন্দ্রার স্করপিও বা হুন্ডাই কোম্পানির যেকোনও গাড়ি।
বর্তমানে বেস্ট সেলিং গাড়ি বলতেই সকলের মুখে শোনা যায় মারুতি সুজুকির ওয়াগনআর কিংবা হুন্ডাই গ্র্যান্ড আইটেন ও টাটা পাঞ্চ। এইসব গাড়ি নিয়ে চর্চায় পড়ে থাকেন তাঁরা। কিন্তু জানেন এই তিনি গাড়ির থেকেও বেশি বিক্রি হয়েছে মারুতির অল্টো।
ভারতীয় গাড়ি বাজারে অনেক জনপ্রিয় গাড়ির নাম রয়েছে। যেমন টয়োটা ইনোভা, মারুতি সুইফট, হুন্ডাই ক্রেটা, মাহিন্দ্রা স্করপিও কিংবা নিসান। কিন্তু, ‘অল্টো’ গাড়ির নাম বললেই এমন খুব কমজনই আছে যারা চেনে না। এক ডাকেই সবাই চিনে যায় এই গাড়িকে।
আজ থেকে ২৪ বছর বছর আগে অর্থাৎ ২০০০ সালে মারুতি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করে অল্টো গাড়িকে। জানা গিয়েছে এখনও অবধি ৫.০৬ মিলিয়ন কিংবা ৫০ লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে অল্টো গাড়ির। এই রেকর্ড এখনও অবধি ভাঙতে পারেনি কেউ। ফলে অনেকেই মনে করছেন যে আগামী দিনে কোনও গাড়ি এই রেকর্ড ভাঙতে পারবে বলে মনে হয়না।
২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা ১৭ বছর ভারতের বেস্ট সেলিং গাড়ি ছিল অল্টো।
জানা গিয়েছে মারুতি সুজুকি অল্টোর পর দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ি হল হুন্ডাই কোম্পানির গ্র্যান্ড আইটেন। ভারতে ৩৩ লাখ বিক্রি হয়েছে এই গাড়ি।
মারুতি সুজুকি অল্টোর পর দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ি হল হুন্ডাই গ্র্যান্ড আইটেন। যা 33 লাখ বিক্রি হয়েছে ভারতে। এর মাঝে এসেছিল টাটা ন্যানো, টাটা ইন্ডিকার মতন গাড়ি। কিন্তু তাঁদের মধ্যে একটা জোর টক্কর শুরু করলেও দীর্ঘ সময়ের জন্য বাজারে টিকতে পারেনি তাঁরা। কিন্তু যাই হোক না কেন, মারুতি অল্টোকে সরাতে পারেনি কেউ। গাড়ির চাহিদা আগের তুলনায় অনেকটা কমে গেলেও এখনও বাজারে বিক্রি হচ্ছে এই গাড়ি।
আরও জানা গিয়েছে যে বর্তমানে মারুতি অল্টো K10 গাড়ি বিক্রি করে মারুতি সুজুকি। কারণ গতবছর বন্ধ হয়ে যায় অল্টো ৮০০। তার চাহিদাও আগের থেকে কমে যায় তুলনামূলক। কিন্তু এখনও বহু মানুষের মুখে মুখে শোনা যায় অল্টো নাম। মানুষের মনে আজও অমলিন এই গাড়ি। বহু মধ্যবিত্তের চার চাকার স্বপ্ন পূরণ করেছে অল্টো। তাঁদের কাছে এই গাড়ি সব। আজও চলছে সেই গাড়ি। দেশবাসীর মধ্যেই হাজারো স্মৃতি ঘিরেই রয়েছে এই গাড়ি আর এখনও তৈরি হতেই থাকছে…