আই লিগের প্রথম ডার্বি জানুয়ারিতে, ঘোষণা করল ফেডারেশন

জানুয়ারির ১৯ তারিখ আইলিগের প্রথম ডার্বির দিন ঘোষণা করল ফেডারেশন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলের সাথে কথা বলেই চূড়ান্ত দিন জানানো হয়েছে।

ডিসেম্বরের ২২ তারিখ পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশ দিতে না পারায় ডার্বি পিছনোর আর্জি জানায় মোহনবাগান। কম দর্শক নিয়ে ডার্বি অনুষ্ঠিত করা উচিত নয় বলে মনে করেন মোহনবাগান কর্তারা। অবশেষে জানুয়ারি মাসের  ১৯ তারিখ এই দিন ঘোষণা করা হয়। এই দিন নিয়ে সন্তুষ্ট মোহনবাগান কর্তারা। তাঁদের মতে এর ফলে অনেক সমর্থক যুবভারতীতে খেলা দেখতে আসতে পারবে। ইস্টবেঙ্গল কর্তারা প্রথমে না মানলেও তাড়াও এতে সম্মতি দিয়েছেন। এর ফলে আইলিগের কিছু খেলার দিন পরিবর্তন হবে। ১৭ জানুয়ারি মোহনবাগান বনাম নেরোকা ম্যাচ এবং ২১ জানুয়ারি ইস্টবেঙ্গল বনাম আইজল ম্যাচ এর দিন পরিবর্তন হবে বলে জানানো হয়েছে ফেডারেশন এর তরফ থেকে। এই ম্যাচগুলির নতুন দিন শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

এদিকে ডার্বিতে নতুন বাবা দিওয়ারাকে খেলাতে পারবে মোহনবাগান। এছাড়াও চোটের জন্য খুলেন কলিনাসকেও ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তাঁর পরিবর্ত হিসেবে সনি নর্দের নাম আবার মোহনবাগান শিবিরে শোনা যাচ্ছে। সব মিলিয়ে নতুন বছরে নতুন রুপে ডার্বি খেলতে নামবে দুই প্রধানই।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...