ডার্বিই একমাত্র পাখির চোখ

সনি নর্ডি। মোহনবাগান সমর্থকদের হার্ট থ্রব। জোরকদমে অনুশীলন করছেন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার জন্য। গতবছর জানুয়ারিতে চোটের আঘাতে বড় ম্যাচে নামতে পারেন নি নর্ডি। শুধু তাই নয়, চোট সারাতে তাঁকে চোখের জলে দেশে ফিরতে হয়েছিল। তাই গত বছর কোনও ডার্বি ম্যাচেই খেলতে পারেন নি এই হাইতির ফুটবলার| এই বছর তারই জন্য মনোসংযোগ করছেন তিনি। কারন তাঁর মতে ২৭ জানুয়ারির ডার্বি ম্যাচই ফাইনাল ম্যাচ। এই ডার্বি তে লালহলুদ শিবিরকে হারাতে পারলে লিগ টেবিলের দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে গঙ্গাপাড়ের ক্লাবটি। তাই এখন নর্ডি সহ গোটা খালিদ টিমেরই পাখির চোখ ডার্বি।

২৭ তারিখের এই ম্যাচের গুরুত্ব নর্ডির কাছেও আলাদা। তিনি বলেন এই ম্যাচটির গুরুত্ব আলাদা করে বলার কিছু নেই। তা প্রত্যেকেই জানে| কোচ, ফুটবলার, ক্লাব কর্তা  প্রত্যেকেই চিন্তিত ম্যাচটা নিয়ে| বাগানের থিঙ্ক ট্যাংক খালিদ ও বলেন তার কাছে চিরকালই ডার্বির মাহাত্ম্য আলাদা। তবে এখনই ডার্বি নিয়ে তিনি ভাবতে নারাজ| যে ভাবে তারটিম অনুশীলন করছে সে ভাবেই যেন অনুশীলন চালিয়ে যায়| তবে খালিদের কাছে ডার্বি একটা অন্য চ্যালেঞ্জ| যেহেতু গতবছর ইস্টবেঙ্গল ক্লাব থেকে তাকে একপ্রকার তাড়িয়ে দেওয়া হয়েছিল তাই এবছর তার পাল্টা জবাব দিতে মরিয়া কোচ নিজেই। ২৭ তারিখের বড় ম্যাচটা সব দিক থেকেই টার্নিং পয়েন্ট হতে চলেছে সবুজ-মেরুন শিবিরের কাছে| এখন দেখার ডার্বি ম্যাচে শেষমেশ কার জয় হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...