ডেঙ্গু সতর্কতা নিয়ে এবার বাড়িতে ডেপুটি মেয়র

ডেঙ্গু নিয়ে কতটা সচেতন নগরবাসী তা জানতে এবারে বাড়ি বাড়ি খবর নেবেন শহরের ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুরসভার স্বাস্থ্য বিভাগের পরিষদও তিনি। এ বছরের ডেঙ্গু নিয়ে সতর্কতা মূলক অভিযান নিয়ে এই পরিকল্পনার কথা জানান তিনি। শহরের পতঙ্গবাহিত রোগের শ্রেণীতে শহরের ৪৭ টি এলাকা চিহ্নিত করে ডেপুটি মেয়রের হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। সম্প্রতি পুরসভার সদর কার্য্যালয়ে অতীন ঘোষ জানান, ২১ ফেব্রুয়ারি থেকেই চিহ্নিত ৪৭ টি এলাকায় ডেঙ্গু সতর্কতা মূলক অভিযান আরম্ভ করবেন তিনি। 

ডেঙ্গু বিরোধী অভিযানের ৫২টির ভিতর ২৬টিতে অংশ করবেন তিনি। ফেব্রুয়ারির ২১ থেকে জুন অব্দি সপ্তাহে চার দিন করে এই অভিযান চলবে বলে জানা যায়।  পূর্বে চিহ্নিত ৪৭ টি এলাকার ভিতর এমন ক'জন রয়েছেন যাঁরা ডেঙ্গুতে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছিলেন। সেসব বাড়ি গিয়ে তাদের বর্তমান পরিস্থিতি ,চারপাশের পরিবেশ কেমন আছে, তার আশপাশে এখন ডেঙ্গুর আদর্শ পরিবেশ আছে কিনা এসব জানতে চাইবেন পুরসভার কর্মী আধিকারিকরা। 

এই পরিদর্শন অভিযান চলাকালীন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং চেয়ারম্যানকে উপস্থিত থাকবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। বৰ্ষাতেই যাতে এই অভিযানের আশানুরূপ ফল পাওয়া যায় সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে বলে জানান ডেপুটি মেয়র অতীন। 

ডেঙ্গুর উপদ্রব গত বছর সর্বাধিক লক্ষ্য করা গিয়েছিল ১৪ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের ক্যানেল ইস্ট রোডে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গু রোগে। সেই কথা মাথায় রেখে এ বছর ১৪ নম্বর ওয়ার্ড থেকেই ডেঙ্গু বিরোধী অভিযান শুরু করা হবে বলে জানা যায়।  ডেপুটি মেয়র জানিয়েছেন সকল স্তরের পুর কর্মী এবং নাগরিকদের সচেতন করতেই তাঁর পথে নামা। এই অভিযানে আক্রান্তদের বাড়ি ও তাঁদের পাড়ার পরিবেশ দেখবেন তিনি। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...