টানা তিন ম্যাচে জয়ের আশা নিয়ে ফিরোজ শাহ কোটলায় দিল্লির বিরুদ্ধে আজ খেলতে নামবে কলকাতা। মুম্বই বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স করলেও চেন্নাইয়ের কাছে হারতে হয় দিল্লি ক্যাপিটাল্স কে। তাই আজকের ম্যাচে জয় ছাডা় আর কিছুই দেখছে না শ্রেয়াস আইয়ার। তবে জয় পাওয়াটা অতটাও সহজ নয় দিল্লির পক্ষে। তার কারণ চলতি আইপিএল মরশুমে এখনও পর্যন্ত অপরাজিত কেকেআর। তাই মনোবলের দিক থেকে অনেকটাই এগিয়ে দিনেশ কার্তিকের দল। তাছাড়াও যে দলে নিতিশ রানা, রবিন উথাপ্পা, ক্রিস লিনের মত টপ অর্ডার আছে তাদের বিরুদ্ধে কাজটা অতটাও সহজ হবে না ক্যাপিটাল্স-এর। আর কলকাতার দুটো ম্যাচে জয়ের সব থেকে বেশি অবদান যার তিনি হলেন আন্দ্রে রাসেল। তবে সময়ের সাথে সাথে কোটলার পিচ স্লো হলে সমস্যায় পড়তে পারে রাসেল মাসেল। তাই আজকের ম্যাচে কলকাতাকে রাসেলের ওপর ভরসা করে থাকলে চলবে না। তবে মুম্বইয়ের বিরুদ্ধে রিশভ পন্ত যেই খেলাটি খেলেছে তা যদি আজকেও খেলে দেয় তাহলে কলকাতার জয় অনিশ্চিত। দলে আক্সার প্যাটেল, অমিত মিশ্রের মত স্পিনার থাকলেও কলকাতার স্পিন ট্রিয়ো কুলদ্বীপ যাদব, সুনিল নারাইন ও পিয়ুস চাওলা একধাপ এগিয়ে থাকবে। তবে দিল্লির ঘরের মাঠে খেলা হলেও পাল্লা ভারি কলকাতার।