দিল্লির রাস্তায় এবার দেখা মিলবে পিঙ্ক স্কুটির মহিলা পুলিশের

দিল্লি পুলিশের স্পেশাল উইমেনস প্যাট্রল ইউনিটের জন্য ব্যবস্থা করা হলো পিঙ্ক স্কুটির| পুরুষ পুলিশের থেকে তাদের আলাদা করার জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত| তাদের জন্য ‘কোড কালার’ ঠিক করা হয়েছে পিঙ্ক|

এই বিষয়ে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিক্রম সিং-এর বক্তব্য, পুলিশের ইউনিফর্ম নিয়ে কখনো বৈষম্য থাকা উচিত নয়| অফিসার ইউনিফর্ম পরে কাজ করবে সেটাই স্বাভাবিক| কিন্তু তাদের জন্য আলাদা পোশাক বা তাদের জন্য অন্য রঙের গাড়ি দেওয়ার কোনো মানেই হয় না| তার বক্তব্য, সকলের জন্য পোশাক থেকে শুরু করে তাদের গাড়ি, হেলমেট সবই একরকম থাকবে| এই ধরনের বৈষম্যতাকে ইউনিফর্মের অপমান বলেই মনে করছেন বিক্রম সিং|

অন্যদিকে, সেপ্টেম্বরের শুরু থেকে ১৬জন মহিলা পুলিশের একটি টিম নারী সুরক্ষার জন্য উত্তর-পূর্ব দিল্লির রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায়| তাদের যাতে পুরুষদের থেকে সহজেই আলাদা করা যায় বা তাদের যাতে দূর থেকে আলাদা করে লোকেট করা যায় তাই এই সিদ্ধান্ত| সিনিয়র পুলিশ অফিসারের মতে, এই মহিলা পুলিশের কাছে পৌঁছানো খুবই সহজ এবং তারা অন্যদের তুলনায় যথেষ্ট সক্রিয়|

নানা পরীক্ষানিরীক্ষার পড়ে অবশেষে ২০১৪ সালে মহিলা পুলিশের বাইক বাহিনীকে রাস্তায় নামানো হয়| পরবর্তীকালে মোটরবাইকের পরিবর্তে সাদা রঙের স্কুটির ব্যবস্থা করা হয়| সেপ্টেম্বর মাসে আবারও পরিবর্তন আসে তাতে| অবশেষে স্কুটির রং পিঙ্ক ও সাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়| তারা দুটি ডেইলি শিফটে কাজ করে| জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত বাইকবাহিনীকে রাস্তায় দেখতে পাওয়া যাবে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...