গত মরসুমে দিল্লি ক্যাপিট্যালসের মেন্টর হিসেবে কাজ করেছিলেন। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট। সৌরভ গাঙ্গুলিকে এবার মিস করবে দিল্লি।
গতকাল দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মলহোত্রা বলেন আমাদের পুরো দল মিস করবে সৌরভকে। সৌরভ একজন দুর্দান্ত মানুষ এবং একজন দক্ষ প্রশাসক। উনি ড্রেসিংরুমে থাকলে খেলোয়াড়েরা উজ্জীবিত হয়ে যায়। তাই সৌরভের উপস্থিতি ড্রেসিংরুমের জন্য অনেক উপকারি। রিকি পন্টিং এর সাথে গত মরসুমে উনি মেন্টর হিসেবে দুর্দান্ত কাজ করেছিলেন। সৌরভ যখন ক্রিকেটারদের সাথে কথা বলেন তখন সবাই দারুন ভাবে অনুপ্রাণিত হয়। সব খেলোয়াড়দের জন্যই সৌরভের দ্বার অবারিত ছিল। এছাড়াও সৌরভের ক্রিকেটীয় বুদ্ধি মিস করবে দিল্লি শিবির জানিয়েছেন ধীরজ।
আগামী কাল সৌরভের নিজের শহরে বসতে চলেছে আইপিল নিলামের আসর। নিলামে দিল্লি সৌরভের পাশাপাশি পাচ্ছে না কোচ রিকি পন্টিংকেও। অস্ট্রেলিয়ার জাতীয় দলের সাথে থাকায় নিলামে আসতে পারছেন না তিনিও। তবে তা নিয়ে চিন্তিত নন ধীরজ। তিনি বলেছেন, নিলামের জন্য সমস্ত ধরনের প্ল্যান করা রয়েছে। আশা করি সেই প্ল্যানগুলি ঠিকঠাক নিলামে ব্যবহার করা যাবে।