আইপিএলে দীর্ঘ ৭ বছর পর প্লে অফসে পৌঁছল দিল্লি। প্রতিবার ধারাবাহিক ভাবে নিচে থাকা দিল্লির ভাগ্য ফিরল কিভাবে তা জানালেন দিল্লি দলের পরামর্শদাতা সৌরভ গাঙ্গুলি। পৃথ্বী শ থেকে শিখর ধাওয়ান প্রাক্তন ভারত অধিনায়ক ও পন্টিংয়ের ভরসা কে যোগ্য মর্যাদা দিয়েছে ক্যাপিটাল্সের খেলোয়াড়রা। সৌরভ অবশ্য বলছেন, দলের সাফল্যের পিছনে রয়েছে দলের ভারসাম্য, হারের পরেও দলে পরিবর্তন না করা। একই দল ধরে রাখায় সাফল্য পেয়েছে দিল্লি ক্যাপিটাল্স। সৌরভ আরও জানান, “কিংস ইলেভেন পঞ্জাবের কাছে হারের পরে দল পরিবর্তন করা হয়নি। যারা প্রমাণিত তাদের উপরেই ভরসা রাখা হয়েছিল। এই দলটা আমাদের গর্বিত করেছে”।
এ বার দিল্লিতে তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি। তাই আইপিএলের শুরুতে অনেকেই বলেছিলেন, অনভিজ্ঞ দল দিল্লি ক্যাপিটালস। সৌরভ কিন্তু তা মনে করেন না। তাঁর মতে, ‘‘দলে অভিজ্ঞতার অভাব রয়েছে বলে আমি মনে করি না। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে তৈরি দল। শিখর ধাওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে পাওয়ায় সুবিধাই হয়েছে। ধাওয়ান দুর্দান্ত খেলছেন। ওর ফর্মে থাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’
কাগিসো রাবাডা আইপিএলে আগুনে বোলিং করছেন। ফিরোজ শাহ কোটলায় কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। রাবাডার ইয়র্কারে আন্দ্রে রাসেলের স্টাম্প গড়াগড়ি খেয়েছিল মাটিতে। ম্যাচ জিততে পারেনি নাইটরা। সৌরভ তার পরেই বলেছিলেন, রাবাডার ইয়র্কারটাই আইপিএলের সেরা ডেলিভারি। চলতি আইপিএলে ২৫টি উইকেট নেওয়া হয়ে গিয়েছে রাবাডার। তাঁর প্রশংসা করে সৌরভ বলছেন,‘‘ব্যাটসম্যানরাই যে কেবল পারফর্ম করছে তা নয়, বোলাররাও দারুণ বোলিং করছেন। রাবাডা তো এককথায় দুরন্ত। অন্যান্য বোলাররাও বেশ ভাল। অক্সার পটেলও সব বিভাগে অবদান রাখছে। এই আইপিএলে ক্যাপিটাল্সের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদি সৌরভ গাঙ্গুলি।