ডিপ্রেশন বিলাসিতা নয় বললেন দীপিকা

'ডিপ্রেশন' নিয়ে তিনি বারবার মুখ খুলেছেন। ডিপ্রেশনের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে শেয়ার করেছেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। গ্ল্যমার দুনিয়ার মানুষরা যখন ডিপ্রেশন বা যে কোন মানসিক সমস্যাকে কার্পেটের তলায় লুকিয়ে রাখতে চেষ্টা করেন তখন তিনি মুখ খুলতে পিছপা হন না।

২০১৮ তে এক আন্তর্জাতিক ম্যাগাজিনকে  দেওয়া সাক্ষাৎকারে  আগেই সলমন খান মন্তব্য করেছিলেন ‘ডিপ্রেশন আসলে একধরনের লাক্সারি।‘ সেই  মন্তব্যের  প্রকাশ্যে বিরোধিতা করলেন তিনি। দীপিকা পাডুকন। এই মুহূর্তের বলিউডের গ্ল্যামার ডিভা।  

সলমন খানের নাম উল্লেখ করেননি। কিন্তু তাঁর নিশানায় যে সলমনই ছিল তা নিয়ে সন্দেহ নেই। দীপিকা বলেছেন, ‘একজন বড় পুরুষ তারকা একবার মন্তব্য করেছিলেন তিনি নাকি বিষণ্ন হওয়ার মতো বিলাসী নন। যেন বিষণ্নতা একটা বিলাসিতা। মানুষ বিষণ্ন হবে কি হবে না, সেই সিদ্ধান্ত তার নিজের। 

ডিপ্রেশন বিলাসিতা নয়। যে কোন পেশা এবং যে কোন আর্থ- সামাজিক শ্রেনীর মানুষ হতাশার শিকার হতে পারেন।  মনের অসুখ সামান্য বিষয় নয়। মানসিক স্বাস্থ্যকে হেলাফেলা করা ঠিক না। ক্লিনিক্যাল চিকিৎসার প্রয়োজন।

যারা মনে করেন টাকাপয়সা, গ্ল্যামার, জীবনে নিরাপত্তা থাকলে ডিপ্রেশন থেকে দূরে থাকা যায় সে ধারনা ভুল। ডিপ্রেশন ধীরে ধীরে কিভাবে মানুষকে গ্রাস করে নেয় তা তার চারপাশের মানুষ বুঝতে পারে না। কারন মানসিক সমস্যা নিয়ে সচেতন নয় মানুষ। বিষয়টাকে খুব হেলাফেলার চোখে দেখা হয়।

মানুষের মধ্যে ডিপ্রেশন নিয়ে সচেতনতা গড়ে তুলতে নিজের একটা স্বেচ্ছাসেবী সংস্থাও শুরু করেছেন দীপিকা। যার নাম 'দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন'।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...