লাবন্য, লাস্য এবং অভিনয়, নিজের এই তিন উপাদান দিয়ে যে কোনও অভিনেতা-অভিনেত্রীকেই চাপের মুখে ফেলতে পারেন তিনি, তিনি নির্দিষ্ট গন্ডির মধ্যে থাকতে পছন্দ করেননা, সেটাও বুঝিয়েছেন বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়ে। তিনি দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়িই তাঁকে দেখা যেতে চলেছে মার্ভেল-এর একজন ভারতীয় সুপারহিরোর ভূমিকায়।
সম্প্রতি 'মাদাম তুসো' মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচনের জন্য 'হাবি' রণবীরের সঙ্গে লন্ডনে উড়ে গিয়েছিলেন এই ডিম্পল-ক্যুইন। সেখানেই এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি নিজেকে কখনও MCU (মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স) পরিবারের সদস্য হিসেবে দেখতে চান? ৩৩ বছর বয়সী অভিনেত্রী সাংবাদিকের প্রশ্ন প্রায় লুফে নিয়ে উত্তর দেন, "হ্যাঁ, নিশ্চয়ই। কেন নয়? তবে সেই সুপারহিরো চরিত্রটিকে অবশ্যই ভারতীয় হতে হবে। আর সেই দিনটা বোধহয় খুব কাছেই, খুব তাড়াতাড়ি দর্শক আমাকে মার্ভেলের একজন সুপারহিরোর ভূমিকায় দেখতে পাবেন, এটা আমার বিশ্বাস। এটা হতেই হবে।"
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক ম্যাগাজিন 'আমেরিকান ভগ'-এর প্রচ্ছদেও দেখা যায় দীপিকা পাড়ুকোনকে, যেখানে তাঁর সঙ্গে দেখা যায় মার্ভেল সুপারহিরো ‘ব্ল্যাক উইডো’, স্কারলেট জনসনকেও। আর সেইকারনেই সমালোচকরা মনে করছেন তিনি যেভাবে তাঁর কেরিয়ার গ্রাফ তৈরী করছেন, তাতে ধরে নেওয়া যেতেই পারে, দীপিকার ইচ্ছেপূরণ করে, তাঁর ফোনে মার্ভেল কাস্টিং ডিরেক্টরদের ফোন এল বলে!