দীপিকা পাডুকন এখন গ্লোবাল আইকন। বলিউডের গন্ডি ছাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক মঞ্চেও সমান জনপ্রিয়। এবার তাঁর মুকুটে জুড়ল নতুন পালক।
বিজনেস অফ ফ্যাশন এর পাঁচশো জনের তালিকায় ঢুকে পড়লেন বলিউডের গ্ল্যামার ডিভা দীপিকা পাডুকন। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম এই তালিকায় প্রবেশ করলেন। অতীতে ভারত থেকে আর কোনও অভিনেত্রী এই বিরল সম্মানের অধিকারী হন নি। এই ভারতীয় অভিনেত্রীর সম্পর্কে বলতে গিয়ে বিজনেস অফ ফ্যাশন জানিয়েছে, ‘দীপিকা ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী, এপ্রিলে আমেরিকা ভগের প্রচ্ছদ মডেল, রেড কার্পেট এবং প্যারিস ফ্যাশন উইকে বারবার নজর কেড়েছেন’।
প্যারিস ফ্যাশন উইকে প্রিন্টেড ম্যাক্সিড্রেস আর ব্রাউন ওভারকোটে ফ্যাশন অ্যানালিস্টদের প্রশংসা কুড়িয়েছিলেন দীপিকা। গত মাসে আইফা অ্যাওয়ার্ডে ভারতীয় ডিজাইনার বিজয় গুপ্তের তৈরি পার্পল ফেদার গাউনে গোটা অনুষ্ঠানের স্পট লাইট ছিল তাঁরই দিকে।
২০১৮ সালে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় ছিলেন দীপিকা। ভারতের সবচেয়ে বিশ্বাসযোগ্য মহিলা অভিনেত্রী হিসেবে ট্র্যাস্ট রিসার্চ অ্যাডভাইসারি সংস্থার তালিকায় শীর্ষ স্থানে ছিলেন।
শুধুমাত্র অভিনয়ের জগতেই নয়, মডেল ব্র্যান্ড হিসেবেও নিজের ছাপ রেখেছেন। সম্প্রতি আবু জানি- সন্দীপ খোসলা জুটির ফহায়শন জগতে ৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক ফ্যাশন ইভেন্টে শো- স্টপার হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।
দীপিকা ছাড়াও সাইটেক্স- এর চিফ এক্সিকিউটিভ সঞ্জীব ভ্যাল বিজনেস অফ ফ্যাশন এর তালিকায় আছেন।