ভোট নির্ঘন্ট পাওয়ার পরপরই রাজনৈতিক দলগুলো নেমে পড়েছে জোরদার প্রচারের প্রতিযোগিতায়। কিন্তু হাওড়া বাজারের মিষ্টিতে লেগেছে অন্য হাওয়া। ভোটের সার্বিক আবেগকে কাজে লাগিয়ে মিষ্টি প্রিয়দের নজর টানছেন তারা। মিষ্টি তৈরী হচ্ছে কিন্তু বিভিন্ন দলের প্রতীকী চিহ্ন নিয়ে। ভোটের উত্তেজনায় হোক বা এমন অভিনব মিষ্টি ভালোবেসে, হাওড়া বাজারের মিষ্টির দোকানে উপচে পড়ছে স্বাদ প্রিয় মানুষের ভিড়।
হাওড়ার একটি মিষ্টান্ন ভাণ্ডারে তৈরী হচ্ছে তৃনমুল, বিজেপি, কংগ্রেস, সিপিএম মিষ্টি! রসগোল্লার তালিকায় রয়েছে বাম কংগ্রেস নিয়ে 'জোট সন্দেশ', তৃনমূলের জন্য সবুজ মিষ্টি, বিজেপির গেরুয়া মিষ্টি আর কংগ্রেসের তিন রঙের মিষ্টি। এছাড়া দল ভেদে রয়েছে প্রতীকী চিহ্নের সন্দেশ। এই মিষ্টির দোকানের কর্নধার জানিয়েছেন, ভোট এলেই তারা এমন বাহারি থিম বেছে নেন মিষ্টি তৈরিতে। ফলে মিষ্টি বিক্রির সাথে দোকানের নামও ছড়িয়ে পড়ে। গত বছরের কথা জানিয়ে তিনি জানান লোকসভা নির্বাচনে 'মোদী ম্যাজিক ' এবং 'উন্নয়ন সন্দেশ'-এর মত বিভিন্ন মিষ্টি তৈরী করেছেন, যার বিক্রিও ছিল প্রচুর।
রাজনৈতিক নির্বাচনে পছন্দ যেমনি হোক, বাহারি মিষ্টির পরিবেশনায় জিতে নিচ্ছে ক্রেতাদের মন। মিষ্টির দোকানে নেই কোন দলাদলি শুধুই সৃষ্টিশীল মনের মিষ্টির ডিজাইন নজর কাড়ছে সকলের। এমন একজন ক্রেতা কিনতে এসেছিলেন তার পছন্দসই দলের প্রতীকী মিষ্টি কিন্তু মিষ্টির দোকানে ঢুকে অন্যান্য মিষ্টির নজরকাড়া রং আর বাহার দেখে খুশি হয়ে সেগুলোও কিনে নিয়েছিলেন তিনি। মিষ্টি দোকানের মালিক জানিয়েছেন ব্যবসায়ী হিসেবে মিষ্টি তৈরির ক্ষেত্রে তার কাছে নেই কোন ব্যক্তিগত দলের প্রাধান্য,সব দলই সমান। ভালোবাসাটা শুধুই মিষ্টি ঘিরে।