প্রয়াত বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা দেবরাজ রায়। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই কারণে সল্টলেকের এক হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ১৭ অক্টোবর সন্ধে ৭টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
হাইলাইটসঃ
১। ১৭ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা
২। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর
৩। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দূরদর্শনের হাত ধরে
দেবরাজ রায় রুপোলি পর্দার এক অসামান্য ব্যক্তিত্ব। জীবনের দীর্ঘ সময় ধরে তিনি তার কাজের মাধ্যমে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করে এসেছেন। তার অভিনয় জগতের যাত্রা শুরু হয়েছিল দূরদর্শনের হাত ধরে। এরপর সত্যজিৎ রায়ের সিনেমা তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী' ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখেন অভিনেতা। এরপর তাঁকে ঘুরে তাকাতে হয়নি। একের পর এক নামকরা পরিচালকের ছবিতে কাজ করেন তিনি। এই তালিকায় আছেন তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহের মতো নানা স্বনামধন্য পরিচালক। দেবরাজ রায় -এর অন্যতম এক জনপ্রিয় ছবি 'মর্জিনা-আবদুল্লা'। এই সিনেমায় তাঁর অসামান্য অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল।
আজ অভিনেতার দেহ নিয়ে আসা হবে সল্টলেকে তাঁর নিজের বাসভবনে। সেখানেই তাঁকে শেষবারের মতো দেখতে যেতে পারবেন অনুরাগীরা। প্রয়াত অভিনেতার স্ত্রী অনুরাধা রায়। তিনিও এক স্বনামধন্য অভিনেত্রী। এই ঘটনায় শোকস্তব্ধ তিনি।
দেবরাজ রায় তাঁর অভিনয় কেরিয়ারে মূলত পার্শ্বচরিত্র হিসেবে কাজ করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। থিয়েটার থেকে সিনেমা সর্বত্রই ছিল তাঁর অধিপত্য। তাঁর কাজের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের ঘরের ছেলে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ কিছু সময় ধরে তাঁকে আর দেখা যাচ্ছিল না রুপোলি পর্দায়। এবার তাঁর মৃত্যুর খবরে বাংলা সিনেমার এক নক্ষত্রপতন ঘটল।