ডেবিট কার্ড ‘অহস্তান্তরযোগ্য’ সতর্ক হওয়া জরুরি

আপনার ডেবিট কার্ড থেকে আত্মীয় বা বন্ধুকে দিয়ে টাকা তোলান? তবে সাবধান! আমরা অনেকেই এই ভুল করে থাকি|২০১৩ সালের ১৪ই নভেম্বর এই একই ভুল করেছিলো বেঙ্গালুরুর এক সদ্য মা হওয়া মহিলা, স্বামী রাজেশকে দিয়ে ২৫,০০০ টাকা তুলতে দিয়েছিলেন স্ত্রী বন্দনা| টাকা কার্ড থেকে ডেবিট হলেও এটিএম থেকে বের হল না| ব্যাঙ্কিং নিয়ম অনুসারে এটিএম কার্ড হস্তান্তরযোগ্য নয়, তাই  ব্যাঙ্ক টাকা দিতে রাজি না থাকায় বাধ্য হয়ে বন্দনাদেবীকে এসবিআই কর্তৃপক্ষের দ্বারস্থ হতে হয়|

নিজের স্বামীকে নিজের ডেবিট কার্ড দিয়ে বিধি ভঙ্গ করাতে তাঁর টাকা ফেরত দেওয়া সম্ভব নয়, ব্যাঙ্ক কর্তৃপক্ষ এমনটি উত্তরে জানায়| তাও তিনি ২০১৪ সালের ২১ অক্টোবর বেঙ্গালুরুর কনজিউমার কোর্টের দ্বারস্থ হন| চলতি বছরের ২৯শে মে আদালত ব্যাঙ্ক-এর রায় কে সমর্থন করে এবং মান্যতা দেয়|আদালত জানায়, ডেবিট কার্ডের পিন শেয়ার না করে বদলে স্বামীকে সেল্ফ-চেক বা অথরাইজেসন লেটার দেওয়াই উচিত ছিলো বন্দনাদেবীর|

আপনার সাথে যাতে এরকম কিছু না হয় সতর্ক হওয়া জরুরি|

এটা শেয়ার করতে পারো

...

Loading...