প্লাস্টিক কার্ড ব্যবহার বন্ধ করতে চলেছে এসবিআই

ক্যাশলেস আর্থিক লেনদেনের ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল অনেকদিন আগে থেকেই। ডিজিটাল ব্যবস্থার প্রথম পদক্ষেপ হিসেবে এটাই ছিল অন্যতম প্রয়োজনীয় বিষয়। এবারে চারদিকের পরিবেশ দূষণের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের মধ্যে আরও একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

            আগামী কিছুদিনের মধ্যে সমস্ত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড তুলে দিয়ে প্লাস্টিক কার্ডের ব্যবহার বন্ধ করে দিতে উদ্যোগী হল স্টেট ব্যাংক কর্তৃপক্ষ। মুম্বাইয়ে গতকাল আয়োজিত এক বাৎসরিক সভায় এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার জানান, ডেবিট কার্ডের পরিবর্তে গ্রাহকরা 'ইয়োনো' অ্যাপের মাধ্যমে তাঁদের আর্থিক লেনদেন করতে পারবেন। ব্যাংকের যাবতীয় লেনদেন-এ প্লাস্টিক কার্ডের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের ব্যাংকিং শিল্পে প্রথম সারিতে রয়েছে এসবিআই। আর্থিক লেনদেনে প্লাস্টিক কার্ডের ওপর নির্ভরতা কমাতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে আসছিল এসবিআই। যাঁরা ইতিমধ্যেই এসবিআই-এর কার্ড গ্রহিতা রয়েছেন, তাঁরা জানেন, বেশ কিছুদিন ধরেই ব্যাংক কর্তৃপক্ষ এই অ্যাপটি ব্যবহারের জন্য গ্রাহকদের অনুরোধ করে আসছিল। এবার থেকে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে প্লাস্টিক কার্ড বন্ধ করে সমস্ত রকম লেনদেন অ্যাপের মাধ্যমে করার ওপরেই জোর দিচ্ছে। ব্যাংক সূত্রের খবর, এই মুহূর্তে এসবিআই-এর ডেবিট কার্ডের গ্রাহকের সংখ্যা দেশে প্রায় ৯০ কোটি এবং ক্রেডিট কার্ডের গ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটির কাছাকাছি। তবে এসবই সামনের দিনে অতীত হতে চলেছে। তাই ডেবিট কার্ড ছাড়াই আর্থিক লেনদেনে এবার থেকে জোর দেওয়া হবে 'ইয়োনো প্ল্যাটফর্ম'-এর ওপর। এসবিআই-এর চেয়ারম্যান জানিয়েছেন, ইয়োনো অ্যাপের মাধ্যমেই গ্রাহকরা টাকা তুলতে পারবেন, জমাও দিতে পারবেন। পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রেও এই অ্যাপের মাধ্যমে যথেষ্ট সুযোগ পেতে পারবেন গ্রাহকরা।

                  ইতিমধ্যেই সারা দেশে ৬৮ হাজার ইয়োনো ক্যাশপয়েন্ট তৈরী করা হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে ক্যাশপয়েন্টের সংখ্যা ১০ লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ইয়োনো প্ল্যাটফর্মেই পাওয়া যাবে ক্রেডিট কার্ড ব্যবহারের যাবতীয় সুবিধা। এছাড়া এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার যাবতীয় ট্রেড সংক্রান্ত পোর্টফোলিও ও তৈরী করে নিজের অ্যাকাউন্ট নিরাপদ করে রাখতে পারেন। এসবিআই-এর লক্ষ্যই হল, আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাংকের গ্রাহকদের মধ্যে থেকে প্লাস্টিক কার্ডের ব্যবহার একেবারে বন্ধ করে দেওয়া।

              সামনের উৎসবের মরশুম উপলক্ষ্যে গাড়ি- বাড়ির ঋণের ওপর বিভিন্ন ছাড় দিল এসবিআই। মঙ্গলবার দিল্লিতে এক বিবৃতিতে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, গাড়ি-বাড়ি ঋণ অনুমোদনের ক্ষেত্রে কোনও রকম প্রসেসিং ফি নেওয়া হবেনা গ্রাহকদের কাছ থেকে। অনলাইন আবেদনে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংকের 'ইয়োনো প্ল্যাটফর্মে'র মাধ্যমে এই আবেদন করতে পারবেন গ্রাহকরা। এই অ্যাপের মাধ্যমে আবেদন করলে সহজ শর্তে ঋণ পাওয়ার পাশাপাশি বেশ কিছু ছাড়-ও পাওয়া যাবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। গাড়ি-ঋণে সুদের হার কমিয়ে করা হয়েছে ৮.৭০ শতাংশ এবং বাড়ি ঋণে সুদের হার কমিয়ে করা হয়েছে ৮.০৫ শতাংশ। এছাড়াও বেতনভোগী গ্রাহকেরা পছন্দের গাড়ির মোট মূল্যের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পাবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। গ্রাহকেরা বিশেষ এই হোম লোনের সুবিধা পাবেন সামনের মাসের ১ তারিখ থেকে। তাই স্মার্ট এবং পরিবেশ বান্ধব লেনদেনের জন্য তৈরী হয়ে যান এখন থেকেই।

          

এটা শেয়ার করতে পারো

...

Loading...