'10TH PLANET' নাট্যদল প্রযোজিত নাটক 'একটি SALESMAN এর মৃত্যু'। একটি SALESMAN এর মৃত্যু নাটকটিতে নির্দেশনার কাজ করেছেন শরণ্য দে। এই নাটকটি আর্থার মিলারের ‘ডেথ অফ আ সেলসম্যান’ থেকে অনুবাদ করা হয়েছে। এই গল্পের অন্যতম মুখ্যচরিত্র অভিরূপ চ্যাটার্জী। যিনি একজন সেলসম্যান। তাঁর পরিবার বলতে দুই পুত্র ও তাঁর স্ত্রী। অভিরূপ চ্যাটার্জীর বড়ো ছেলের প্রতি ছিল অগাধ ভালোবাসা বলা যেতে পারে অন্ধ ভালবাসা। তিনি তাঁর বড়ো ছেলেকে এতটাই ভালবাসতেন যে তার ভুল কাজ কেও তিনি সমর্থন করতেন।
কিন্তু বাবার সাথে ভুল বোঝাবুঝির জন্য অভিরূপের বড়ো ছেলে জীবনে কোন কাজ করে উঠতে পারেনি। তাতে অভিরূপ খুবই কষ্ট পায় এবং ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। বারবার তার মনে দাগ কাটতে থাকে আগের জীবন। সেই অবসাদের কারণে সে বহুবার আত্মহত্যার চেষ্টা করে। অবশেষে তার সেই প্রচেষ্টা সফল হয়। তাঁর আত্মহত্যা করার কারণ হল তাঁর ছেলেরা যাতে তাঁর ইন্সিওরেন্স-এর টাকাটা পায়। এই নাটকের সংগীত এর কাজ করেছেন পাঞ্চজন্য দে, আলো করেছেন সৌমেন চক্রবর্তী। এছাড়া এই নাটকে অভিনয় করেছেন সমুদ্রনীল, সুমিত, সুস্মিতা, অভিজিৎ প্রমুখরা।